মৃত্য়ুঞ্জয় দাস: বেসরকারী কারখানার এক কর্মীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় উত্তেজনা ছড়াল বাঁকুড়ার বিষ্ণুপুর শহরের ৯ নম্বর ওয়ার্ডের ধুলাপাড়া এলাকায়। মৃত কর্মীর নাম রাজনীশ চৌহান। বছর ৫৫  বয়সী ওই কর্মীকে সাত সকালেই তাঁরা ভাড়া বাড়ি চত্বরের দাওয়ায় পড়ে থাকতে দেখে বিষ্ণুপুর থানার পুলিস দেহটি উদ্ধার করে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন, Bengal Weather Update: এক ধাক্কায় তাপমাত্রা কমবে ২-৪ ডিগ্রি সেলসিয়াস! পাকাপাকি কবে থেকে শীত? জেনে নিন তারিখ...


কারখানার ওই কর্মীর মৃত্যুর সঠিক কারণ জানতে দেহটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে। গোটা ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাঁকুড়ার বিষ্ণুপুর শহর লাগোয়া দ্বারিকা শিল্প তালুকে একটি বেসরকারী স্টিল কারখানায় ইলেক্ট্রিশিয়ানের কাজ করতেন উত্তরপ্রদেশের মোহাম্মদপুরের বাসিন্দা রাজনিশ চৌহান।


তিনি বিষ্ণুপুরের ৯ নম্বর ওয়ার্ডের ধুলাপাড়া এলাকায় একটি বাড়িতে ভাড়া থাকতেন। বাড়ির মালিক জানিয়েছেন, অন্যান্য দিনের মতোই রবিবার রাতে কারখানার কাজ সেরে বাড়িতে ফিরে খাওয়া দাওয়া সারেন রাজনীশ। সোমবার সকালে ভাড়া বাড়ির দাওয়ায় রাজনীশকে অস্বাভাবিক অবস্থায় পড়ে থাকতে দেখে সন্দেহ হয় বাড়ি মালিকের। এরপরই তিনি পুলিস ডাকেন।


পুলিস ঘটনাস্থলে গিয়ে দেখেন রাজনীশের মৃত্যু হয়েছে। ঠিক কী কারণে রাজনীশের মৃত্যু হয়েছে তা জানতে তদন্ত শুরু করে পুলিস। বাড়ির মালিক জানিয়েছেন কয়েকদিন আগে রাজনীশের জ্বর হয়েছিল। শারীরিক অসুস্থতার কারণে রাজনিশের মৃত্যু নাকি, এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে তা জানতে মৃতদেহটি ময়নাতদন্তে পাঠিয়েছে বিষ্ণুপুর থানার পুলিস।



আরও পড়ুন, Howrah Death: ফেরিঘাটে মুহূর্তে ঘটে গেল সবকিছু, মেয়ে জামাইকে নিয়ে আর ফেরা হল না প্রৌঢ়ার


(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)