নিজস্ব প্রতিবেদন: আদিবাসী মহিলাকে কুপ্রস্তাবের অভিযোগ উঠল দুর্গাপুরের পলাশিডিহিতে। এই অভিযোগকে কেন্দ্র করে এলাকার সমস্ত আদিবাসী পরিবার জোট বেঁধে ঘটনার বিচার চাইতে যায়। আর তারপরেই শুরু হয়ে যায় বচসা এবং ধস্তাধস্তি। শুরু হয়ে যায় রীতিমত সংঘর্ষ। ঘটনার জেরে জখম হয় মোট পাঁচ জন। অবশেষে পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসে দুর্গাপুর থানার পুলিস।


আদিবাসী পরিবারের অভিযোগ, তৃণমূল কার্যালয় থেকেই মহিলাকে কূপ্রস্তাব দেওয়া হয়। কিন্তু এমন অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব। পরে ৩২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মানস রায় ঘটনাস্থলে পৌঁছলে তাঁকে ঘিরেও বিক্ষোভ দেখান আদিবাসীরা।