নিজস্ব প্রতিবেদন: ইয়াস কড়া নাড়ছে বাংলায়। ঝড় আছড়ে পড়তে শুধু সময়ের অপেক্ষা। আতঙ্কিত কালনা। কোমরও বাঁধছে ঝড়ের মুখোমুখি হওয়ার জন্য।  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

গতরাতেই নিম্নচাপ শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। ফলে খুব কিছু অঘটন না ঘটলে পূর্ণ শক্তি নিয়েই আসছে yaas। ফলে আমফান-ভুক্তভোগী মানুষ ঝড় নিয়ে একটু বেশি রকমই শঙ্কিত। 


আরও পড়ুন: Cyclone Yaas: কচুবেড়িয়া-পাথরপ্রতিমায় বাঁধে ফাটল, কপিলমুনির আশ্রমের কাছে বাড়ছে জল


শঙ্কিত প্রশাসনও। পাশাপাশি সতর্ক এবং সক্রিয়ও। তারাও কোমর বেঁধে সতর্কতামূলক প্রচার চালিয়ে যাচ্ছে নিয়ম করে। নদীতে ভেসেলে চেপে পুলিস মাইকিং করে যাচ্ছে। অনুরোধ করছে নদীতীরে না থাকতে। জলযান সামলে রাখতে। 


গতবারের ঝড়ের ভয়ঙ্কর অভিজ্ঞতা ভাগীরথী (bhagirathi) নদীর পারে কালনাবাসীর (kalna) যেমন আছে, তেমনই আছে ঘাটমালিকদেরও। ঝড়ের আতঙ্কে নদী পারাপারের বোর্ড ও ভেসেলগুলি তাই বহু জায়গায় দড়ি দিয়ে শক্ত করে বেঁধে রাখছেন ঘাটমালিকেরা।


আরও পড়ুন: YAAS Updates: ঝড়ের ভয়াবহ দাপটের আশঙ্কা পূর্ব মেদিনীপুরে, জারি রেড অ্যালার্ট