নিজস্ব প্রতিবেদন: "যাঁরা সীমান্তে জাগে নিশিদিন, হাসিমুখে দেয় প্রাণ... তাঁরা তো সকলে তোমার আমার ঘরেরই সন্তান।" কার্গিল দিবসে শহীদ জওয়ানদের স্মরণে কবিতা পাঠ করলেন রাজ্যের বনমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়। হিরোদ মল্লিকের লেখা এই কবিতার লাইনগুলিকেই রবিবার পাঠ করেছেন করেছেন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। 



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

শনিবার নিজের টুইটার হ্যান্ডেলে ভিডিয়োটি পোস্ট করেছেন মন্ত্রী। সঙ্গে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন শহীদদের উদ্দেশে। উল্লেখ্য, কবিতায় হিরোদ মল্লিক লিখছেন, "যাঁরা সীমান্তে জাগে নিশিদিন, হাসিমুখে দেয় প্রাণ... তারা তো সকলে তোমার আমার ঘরেরই সন্তান। শত্রুর সাথে ওরা নির্ভীক প্রাণে, পাঞ্জা কষে কারগিলে-গালওয়ানে"৷ বিভিন্ন সোশ্যাল মাধ্যম যেমন ফেসবুক, ট্যুইটার, ইউটিউবে শোনা যাচ্ছে এই নতুন ভিডিয়োটি। 


আরও পড়ুন: 'বাবা সেরে উঠছেন দ্রুত, অহেতুক বিভ্রান্তি ছড়াবেন না', সংবাদমাধ্যমকে আবেদন সোমেন মিত্রর ছেলের


এর আগে সুজয় গোস্বামীর লেখা ও সুরে ভারত-চিন নিয়ে গান গেয়েছিলেন রাজীব বন্দ্যোপাধ্য়ায়। গানের শখ তাঁর শুরু থেকেই। একথা নিজেই জানিয়েছিলেন মন্ত্রী। এরপর নিজের বিধানসভা কেন্দ্রের মঞ্চ হোক বা মুখ্যমন্ত্রীর সভা, একাধিকবার গান গাইতে শোনা গিয়েছে মন্ত্রী রাজীব বন্দোপাধ্যায়কে। 


আরও পড়ুন: বিপদসীমার ওপর দিয়ে বইছে দুই নদীর জল, শোচনীয় অবস্থা মালদার রতুয়া, ইংরেজবাজারে


সংবাদ মাধ্যমকে রাজীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, শুধু দূর থেকে কবিতা পাঠ করেই নয়, গালওয়ানের দুই শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে চান তিনি। পাশাপাশি সংবাদমাধ্যম সূত্রে খবর, মন্ত্রীর পরিবারের তরফে যে ট্রাস্টটি চালানো হয়, শহীদ পরিবারের ছোটদের পড়াশোনার দায়িত্ব নেবে সেই ট্রাস্ট।