ফিল্মি কায়দায় পাঁচ ছিনতাইবাজকে ধরল গ্রামবাসী
নিজস্ব প্রতিবেদন : ফিল্মি কায়দায় পাঁচ ছিনতাইবাজকে ধরে ফেললেন গ্রামবাসীরা। পাণ্ডুয়া সিমলাগড় রেল গেটের কাছে জড়ো হয়েছিল ছিনতাইবাজরা। তাদের সঙ্গে এক কিশোরীও ছিল। জানা গেছে, স্থানীয় ২ যুবককে অস্ত্র দেখিয়ে ছিনতাইয়ের চেষ্টা করে ছিনতাইবাজরা। কোনও রকমে গ্রামে ফিরে এসে খবর দেয় তাঁরা। এরপরই ছিনতাইবাজদের তাড়া করে গ্রামবাসীরা। বেশ কিছুক্ষণ ধাওয়া করে বৈচির দিকে যাওয়ার পথে তাদের ধরে ফেলেন গ্রামবাসীরা। তুলে দেওয়া হয় পুলিসের হাতে। অভিযোগ, ছোট ছেলে-মেয়েদের রাস্তায় দাঁড় করিয়ে লিফট নেওয়ার অছিলায় চলে রাহাজানি।
আরও পড়ুন, সম্পত্তি নিয়ে বিবাদ, উইকেটের মারে মৃত্যু গর্ভস্থ সন্তানের