নিজস্ব প্রতিবেদন: প্রেমিকা নাবালিকা। আর সেই প্রেমিকার সঙ্গে দেখা করতে এসে জুটলো বেদম মার। মাস কয়েক আগে পূর্ব বর্ধমানের ভাতারের পাটনা গ্রামের এক নাবালিকার সঙ্গে পরিচয় হয় রোজো গ্রামের এক যুবকের। নাবালিকা পালিয়ে চলেও যায় যুবকের বাড়ি। খবর পেয়ে নাবালিকা মেয়ে বুঝিয়ে সুঝিয়ে ঘরে নিয়ে আসেন পরিবারের লোক। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: দিনভর দাপাদাপি করল 'বাবার বাহন', বিকেলে ছটফটিয়ে মৃত্যু গব্বর সিংয়ের


প্রেমিক যুবক নাবালিকা প্রেমিকার গ্রামে যেতেই কয়েকজন অপরিচিত যুবক তাকে মারধর শুরু করে। এমনকি প্রেমিকের চুলও কেটে নেওয়া হয় বলে অভিযোগ। ঘটনায় পুলিস যুবকে উদ্ধার করে কয়েকজনকে আটক করলে পথ অবরোধে বসে যান গ্রামবাসীরা। গ্রামের যুবকরা কেন প্রশাসনকে না জানিয়ে যুবককে আটকে রেখে মারধর করল? উঠছে সে প্রশ্ন।