নিজস্ব প্রতিবেদন: লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পর হপ্তা ঘুরলেও অশান্তিতে বিরাম নেই কোচবিহারে। বুধবার রাতে উত্তপ্ত হয়ে ওঠে জেলার সিতাই বিধানসভা কেন্দ্রের দক্ষিণ চামটা গ্রাম। দুষ্কৃতীদের অস্ত্রের আঘাতে সেখানে আহত হন এক বিজেপিকর্মী। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



বিজেপির অভিযোগ, তৃণমূলি দুষ্কৃতীদের আক্রমণে গুরুতর আহত হয়েছে তাঁদের কর্মী দুলাল মিয়া। দুষ্কৃতীরা ধারাল অস্ত্র দিয়ে দুলালেলর মাথায় আঘাত করে বলে অভিযোগ। দুলালকে প্রথমে সিতাই স্বাস্থ্যকেন্দ্রে ও পরে দিনহাটা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিত্সকরা। 


শপথের আগে রাজঘাট, বাজপেয়ীর স্মারকে শ্রদ্ধা জানালেন মোদী


বুধবার সন্ধ্যা থেকে অশান্তি শুরু হয় সিতাইয়ের চামটা গ্রামে। তৃণমূল ও বিজেপির গ্রাম্য বিবাদ থেকে শুরু হয় অশান্তি। তার পরই শুরু হয় হাতাহাতি। দু'পক্ষই একে অপরের ওপর হামলা চালায়। গভীর রাত পর্যন্ত বোমা - গুলি চলেছে গ্রামে। পুলিসের দেখা মেলেনি।