নিজস্ব প্রতিবেদন:  বিশ্বভারতীতে জাল মার্কশিটকাণ্ডে প্রাক্তন উপাচার্য দিলীপ সিনহার ৫ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিল বোলপুর মহকুমা আদালত। ৫ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেওয়া হল কর্মসচিব দিলীপ মুখোপাধ্যায় ও মুক্তি দেবেরও। পাশাপাশি তাঁদের ১ হাজার টাকার জরিমানার নির্দেশ দেওয়া হয়েছে।বুধবারই তিন জনকে দোষী সাব্যস্ত করে বোলপুর মহকুমা আদালত।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: নারদাকাণ্ডে স্টিং অপারেশনের আসল ফুটেজ চেয়ে ‘অ্যাপল’কে চিঠি CBI-এর


২০০৪ সালে বিশ্বভারতীর প্রাক্তন উপাচার্য দিলীপ সিনহা সহ ওই ৩ জনের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ ওঠে।  সেসময় মুক্তি দেব নামে মহিলার  নিয়োগ নিয়েই জল্পনা তৈরি হয়।  অভিযোগ, মুক্তি ভুয়ো শংসাপত্র দেখিয়ে অধ্যাপক পদে চাকরিতে যোগ দিয়েছেন। তাঁর ভুয়ো শংসাপত্রে স্বাক্ষর করেছিলেন তত্কালীন উপাচার্য দিলীপ সিনহা ও কর্মসচিব দিলীপ মুখোপাধ্যায়।  তা নিয়েই বিতর্ক দানা বাঁধে।  


আরও পড়ুন: সিপিএমের বিরুদ্ধে অতিরিক্ত কংগ্রেস প্রীতির অভিযোগ শরিকদের, ভেঙে যেতে পারে বামফ্রন্ট


কেন শংসাপত্র খতিয়ে না দেখেই স্বাক্ষর করা হয়েছিল, তা নিয়ে প্রশ্ন ওঠে।  অভিযোগের ভিত্তিতে  শুরু হয় তদন্ত।  তাঁদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪৬৭,৪৬৮,৪৬৯,৪৭১,৪৭৪ ১২০ বি  ধারায় মামলা করা হয়।