নিজস্ব প্রতিবেদন:   উপাচার্যের বাড়ির সামনে থেকে আপাতত বিক্ষোভ তুলে নিয়েছেন ছাত্ররা। তাদের দাবি মেনে ইতিমধ্যেই বিশ্বভারতী কতৃপক্ষ ভর্তি প্রক্রিয়া চালু রেখেছে৷

COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

মঙ্গলবার সকাল থেকেই শুনশান বিশ্বভারতী এলাকা। ভাঙা অবস্থায় পড়ে আছে বিশ্বভারতীর দেওয়াল গেট প্রাচীর। সোমবারই ৮ জনকে গ্রেফতার করেছে পুলিস। যদিও এখনও বিশ্বভারতীর তরফে কোনও অভিযোগ দায়ের করা হয়নি। পুলিস স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে ৮ জনকে গ্রেফতার করেছে।


আরও পড়ুন: হাসপাতাল থেকে উধাও! খুঁজে বাড়ি থেকে ফের ধরে আনা হল করোনা আক্রান্ত সন্তান ও মাকে


সোমবার সকালে টানা কয়েক ঘণ্টা ধরে বিশ্বভারতীর মেলার মাঠের নির্মীয়মান পাঁচিল ভেঙে দেয় কয়েক হাজার মানুষ। এমনকি পে লোডার নিয়ে এসেও ভাঙা হয় মাঠে ঢোকার গেট। এনিয়ে দিনভর তোলপাড় হয় বোলপুর। ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায় ।