লক্ষ্মীমন্ত বউ, কাজে-কম্মে নিপুণা এমন পাত্রীর চেয়ে এখন সোশাল মিডিয়ায় আসক্তি নেই এমন বউ চাইছে আজকের পাত্র। গায়ের রঙ, ফর্সা, উচ্চতার উল্লেখ, শিক্ষিতা কোনও কিছুই দবি করেননি বিজ্ঞাপনে। স্পষ্টভাবে জানিয়েছেন, "দাবি একটাই পাত্রী সোশ্যাল মিডিয়ায় আকৃষ্ট হলে চলবে না।”   


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


পেপারে দেওয়া এই বিজ্ঞাপন সোশাল মিডিয়ায় ভাইরাল। পাত্র  হুগলির কামারপুকুরের বাসিন্দা বছর সাঁইত্রিশের আইনজীবী। তিনি জানিয়েছেন, “নেশাগ্রস্ত নই। হাই কোর্ট আইনজীবী। একটি গাড়ি রয়েছে। বাবা-মা জীবিত। কামারপুকুরে গ্রাম বাড়ি। ফরসা, সুন্দরী, লম্বা, রোগা পাত্রীর দাবি নেই"। 


 



বিজ্ঞাপনটি টুইট করেন আইএএস আধিকারিক নীতিন স্যাংওয়ান। যা দেখে নেটপাড়ার একাংশ মজা খোরাক করছে। আবার একদল নেটিজেন এই বিজ্ঞাপন দেখে রেগে আগুন।