Warmest Christmas: গত ১০ বছরের `উষ্ণতম বড়দিন` আজই! ক্রিসমাসের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা শুনলে চমকে উঠবেন...
Bengal Winter Update: এসে গেল বড়দিনের বিকেলের আবহাওয়ার আপডেট। আলিপুর আবহাওয়া দফতর জানিয়ে দিল আবহাওয়া নিয়ে বড়দিনের বড় কথা। এই পূর্বাভাস আগামী ২৪ ঘণ্টার।
অয়ন ঘোষাল: এসে গেল বড়দিনের বিকেলের আবহাওয়ার আপডেট। আলিপুর আবহাওয়া দফতরের আবহাওয়াবিদ সৌরীশ বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন বড়দিনের বড় কথা। আলিপুর আবহাওয়া দফতরে এই পূর্বাভাস আগামী ২৪ ঘণ্টার জন্য।
আরও পড়ুন: Kazakhstan Plane Crash: বীভৎস বড়দিন! কাজাকাস্তানে ভেঙে পড়ল বিমান! রানওয়ে যেন মৃত্যু-উপত্যকা...
কী জানিয়ে দিলেন? সবচেয়ে বড় যেটা জানা গেল, তা হল, এই বড়দিন গত ১০ বছরের মধ্যে সবচেয়ে উষ্ণ বড়দিন। আসলে, এরকম একটা পূর্বাভাস ছিলই, যে, এই বড়দিনই হতে চলেছে সাম্প্রতিক সময়ের মধ্যে সবচেয়ে গরম ২৫ ডিসেম্বর।
এ-প্রসঙ্গে পরে আসছি, আপাতত জানা যাক, আরও কী কী জানা গেল! বলা হয়েছে, উইকেন্ডে, মানে, শনি ও রবিবার হালকা বৃষ্টি থাকবে, সঙ্গে তুষারপাতের সম্ভাবনা। পশ্চিমি ঝঞ্ঝার পরোক্ষ প্রভাবে হবে এই বৃষ্টি ও তুষারপাত। দার্জিলিংয়ে পাহাড়ি এলাকায় বড়দিনে হালকা বৃষ্টির সম্ভাবনা।
কলকাতা-সহ উপকূল ও সংলগ্ন সাত জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টি হবে দার্জিলিংয়ের পাহাড়ি এলাকায়। ২৮ ডিসেম্বর শনিবার উইকেন্ডে ফের বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিঙে হালকা তুষারপাতেরও সামান্য সম্ভাবনা। দক্ষিণবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে মেঘলা আকাশ; হালকা বৃষ্টির পূর্বাভাস। বৃষ্টি হতে পারে কলকাতা, হাওড়া এবং উত্তর ২৪ পরগনা জেলায়। উইকেন্ডে শনিবার বৃষ্টি হতে পারে পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদ জেলায়।
বড়দিনে তাপমাত্রা স্বাভাবিকের অনেকটাই উপরে। আগামী দুই থেকে তিন দিন তাপমাত্রা সামান্য কমবে। দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। পরবর্তী দু'দিনে তাপমাত্রা ফের বাড়বে। উইকেন্ডের দু'দিনে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। আগামী সপ্তাহে সোমবার থেকে ফের পারা পতনের সম্ভাবনা। তবে বছরশেষে এবং বর্ষবরণে জমিয়ে শীতের সম্ভাবনা।
বড়দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৬ ডিগ্রি। যা একেবারেই বড়দিন-সুলভ নয়। আর বড়দিনের সর্বনিম্ন তাপমাত্রা? গত ১০ বছরের উষ্ণতার সারণী হিসেব করলেই দেখা যাচ্ছে গত ১০ বছরের মধ্যে উষ্ণতম বড়দিন আজই! লোকে নাকি রসিকতা করে বলছে, বাম আমলে ক্রিসমাস হত শীতে, আর তৃণমূল আমলে ক্রিসমাস হচ্ছে গরমে! সোশ্যালেও আবহাওয়ার এই বৈপরীত্য, বা খামখেয়ালিপনা নিয়ে বিস্তর চর্চা চলছে। যাই হোক, তাহলে আসুন, এবার দেখে নেওয়া যাক, গত ১০ বছরে বড়দিনের (২৫ ডিসেম্বর) সর্বনিম্ন তাপমাত্রা কেমন ছিল:
২০১৬ সালে-- ১৭.১
২০১৭ সালে-- ১৪.৩
২০১৮ সালে-- ১৫.১
২০১৯ সালে-- ১৩.৯
২০২০ সালে-- ১৭.২
২০২১ সালে-- ১৪.৪
২০২২ সালে-- ১৭.২
২০২৩সালে-- ১৬.৯
২০২৪সালে-- ১৮.২