নিজস্ব প্রতিবেদন: মহরমের মিছিলে পিস্তল হাতে প্রকাশ্যে নাচ যুবকের। মালদহের কালিয়াচক হাইস্কুলের সামনে শোভাযাত্রার এমন ভিডিয়ো ভাইরাল হওয়ার পর হইচই পড়ে গিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভিডিয়ো ফেসবুকে দেখে নড়চড়ে বসে প্রশাসন। মালদহ পুলিসের দাবি, অভিযু্ক্তকে সনাক্ত করা গিয়েছে। তাঁর হাতে খেলনা বন্দুক ছিল।        


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

মঙ্গলবার মালদহের রতুয়ার বাহারালে মহরমের মিছিল থেকে চলে গুলি। গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন আবদুল রজ্জাক নামে ৭ বছরের শিশু। বেসরকারি হাসপাতালে ভর্তি ওই শিশু। এবার মালদহের কালিয়াচকে মহরমের মিছিলে পিস্তল হাতে দেখা গিয়েছে যুবককে। ভিডিয়োটি ভাইরাল হয় ফেসবুকে। ভিডিয়োয় দেখা গিয়েছে, কালিয়াচক থানা এলাকার ১০০ মিটারের মধ্যে ঘটনাটি ঘটেছে। কালিয়াচক হাইস্কুলের সামনে প্রকাশ্যে পিস্তল উঁচিয়ে মিছিল করেছেন এক যুবক। ঘটনার সময় পুলিস নীরব দর্শকের ভূমিকা পালন করেছে বলে অভিযোগ। 



আরও পড়ুন- চন্দননগরে মহরমের তাজিয়ার তলোয়ারের আঘাতে জখম হলেন এসআই


অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) দীপক সরকার দাবি করেছেন, এটা খেলনা। অভিযুক্তের বাড়িতে তল্লাশি চালিয়ে সেটি উদ্ধার করা হয়েছে। তদন্ত চলছে। পুলিসের দাবি সঠিক হলে খেলনা পিস্তল প্রদর্শনের সময় কোথায় ছিল তারা? উঠছে প্রশ্ন। প্রশ্ন উঠছে, খেলনা পিস্তল দিয়ে তো ভীতি ছড়ানো হয়েছে, তাহলে কেন অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হল না? থানার সামনে কীভাবে খেলনা পিস্তল বের করার সাহসও পেল অভিযুক্ত? 


আরও পড়ুন- মালদহে আগ্নেয়াস্ত্র নিয়ে মহরমের তাজিয়া, গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত শিশু