নিজস্ব প্রতিবেদন : দ্যাখো কাণ্ড! এ যেন সাহিত্যেক ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়ের ভূতকেও হার মানিয়ে দেবে! গ্যাস সিলিন্ডার থেকে গ্যাসের বদলে বের হচ্ছে জল। ওয়াটার অব ইণ্ডিয়া! বোঝা ঠ্যালা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের খণ্ডঘোষে। দিন চারেক আগে খণ্ডঘোষের দুবরাজহাট গ্রামের বাসিন্দা মমতাজ উল হক জাহান স্থানীয় একটি গ্যাস এজেন্সি থেকে গ্যাস সিলিন্ডার বাড়ি নিয়ে যান। সেই সিলিন্ডারে রান্না করতে গিয়েই বিপত্তি বাধে। অনেক চেষ্টার পরেও কিছুতেই ওভেন জ্বালাতে পারেননি তিনি।


মমতাজউল জানিয়েছেন, তিনি গ্যাস সিলিন্ডারটিকে নিয়ে  নিজের মতো করে অনেক রকম কারসাজি করেন। কিন্তু তাতেও কোন কাজ হয় নি। কোনওভাবেই জ্বালানো যায়নি গ্যাস ওভেন। শেষে তিনি সিলিন্ডার উপুড় করতেই চক্ষু চড়কগাছ হয়ে যায়। দেখা যায়, গ্যাস সিলিন্ডারের মুখ দিয়ে জল পড়ছে।


আরও পড়ুন, 'ওকে ছাড়া বাঁচতে পারব না,' স্ত্রীর ছবি গলায় ঝুলিয়ে আত্মঘাতী স্বামী  


এ ঘটনায় হতবাক হয়ে যান মমতাজ উলের পরিবার সহ গোটা পাড়ার বাসিন্দারা। তেলের মধ্যে জল মেশানোর অভিযোগ আগে উঠেছে। বর্ধমান শহরের বিভিন্ন পেট্রোল পাম্পগুলিতে এধরনের অভিযোগ সামনে আসে। কিন্তু গ্যাস সিলিন্ডারে জল! এমন ঘটনা কেউ-ই মনে করতে পারছেন না। ওই এজেন্সির বিরুদ্ধে পুলিসের দ্বারস্থ হওয়ার কথা ভাবছেন মমতাজউল।