ওয়েব ডেস্ক: বালুরঘাট শহরেরও সবকটি ওয়ার্ডেই জল জমেছে। বাইশ নম্বর ওয়ার্ডের বিভিন্ন জায়গায় বসে গেছে আত্রেয়ীর বাঁধ। শুধু বালুরঘাট শহর নয় দক্ষিণ দিনাজপুর জেলার প্রায় সব ব্লকেই চাষ জমিতে জল জমেছে। করণদিঘিতে জাতীয় সড়কের ওপর দিয়ে জল যাচ্ছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আত্রেয়ী, পুনর্ভবা, টাঙনের এখন অন্য রূপ।  দুকুল ছাপিয়ে  জল বইছে। টানা বৃষ্টিতে শহর বালুরঘাটে প্রতিটি ওয়ার্ডে জল জমেছে।কোথাও এক হাঁটু কোথাও বুক সমান।


আত্রেয়ী নদীর জল বাড়ায় দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ ও বালুরঘাটে চাষের জমিতে জল ঢুকে গেছে। বালুরঘাট শহরের ২২ নং ওয়ার্ডে তিন জায়গায় বসে গেছে আত্রেয়ীর বাঁধ। বালির বস্তা দিয়ে জোড়াতালি দেওয়ার চেষ্টা হলেও জল যে ভাবে বাড়ছে, তা যথেষ্ট নয় বলেই দাবি বাসিন্দাদের।


খিদিরপুর, চকভৃগু এলাকাতেও আত্রেয়ীর জল ঢুকেছে। এ কে গোপালন কলোনি  জলমগ্ন হওয়ায়  প্রায় একশ পরিবার ঘরছাড়া। উঠেছে ত্রাণ নিয়ে অভিযোগ। সকাল থেকেই বৃষ্টি হয়েছে। তবে বেলা বাড়ার সঙ্গে  বৃষ্টি কমে। কিন্তু ফের জোরালো বৃষ্টি হলে  টাঙন ও পুনর্ভবা, আত্রেয়ী কী রূপ নেবে ভেবে আতঙ্কিত বাসিন্দারা।


ফুঁসছে তিস্তা, ময়নাগুড়িতে অস্থায়ী বাঁধ ভেঙে হু হু করে জল ঢুকেছে