ওয়েব ডেস্ক: রাতভর টানা বৃষ্টিতে জলমগ্ন বর্ধমানের বহু এলাকা। শহরের মেডিক্যাল কলেজ হাসপাতালের কোয়ার্টারে এক হাঁটু জল। জলে ডুবেছে সুভাষপল্লির বাজেপ্রতাপপুর। জল যন্ত্রণায় প্রবল সমস্যায় পড়েছেন বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালের স্টাফ কোয়ার্টারের আবাসিকরা। হাঁটু জলে ডুবেছে কোয়ার্টার। রান্নাঘর থেকে বাথরুম সর্বত্রই জল থইথই অবস্থা। জল যন্ত্রণার দুর্ভোগে শহরবাসী।


উড়ান পরিষেবা বিঘ্নিত হওয়ায় ক্ষোভ প্রকাশ যাত্রীদের


একইরকমভাবে, রাত থেকে টানা বৃষ্টিতে বিপর্যস্ত আসানসোল। বহু জায়গায় বিদ্যুত্‍ সংযোগ বিচ্ছিন্ন। আসানসোলের গড়াই রোডে গাছ উপড়ে পড়েছে। রাত থেকে শুরু হওয়া বৃষ্টির দাপট সকালেও কাটেনি। সঙ্গে রয়েছে ঝোড়ো হাওয়ার আক্রমণ।  নিকাশির জল উপচে উঠেছে রাস্তায়। যানবাহনের সংখ্যা কম থাকায় দুর্ভোগে পড়েছেন অফিস যাত্রীরা।


নিম্নচাপে মুখভার দক্ষিণবঙ্গের, রাত থেকে নাগাড়ে বৃষ্টি জেলায় জেলায়