টানা বৃষ্টিতে জলে ডুবেছে মালের সাত নম্বর গজোলডোবা
ওয়েব ডেস্ক: টানা বৃষ্টিতে জলে ডুবেছে মালের সাত নম্বর গজোলডোবা। জলমগ্ন ওদলাবাড়ির ঘিস বস্তি এলাকা। মালবাজার চাঁপাডাঙা এলাকায় দক্ষিণ চ্যাংমারির তিস্তার বাঁধে ভাঙন চলছে। টানা বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন। গজোলডোবার তিস্তার ২১টি লকগেট খুলে জল ছাড়া হয়েছে। প্রায় ২৬শো কিউসেক জল ছাড়া হয়েছে। জল ছাড়ার জেরে মিলনপল্লি এলাকায় ভাঙন শুরু হয়েছে। ভেঙে পড়েছে বেশকিছু কাঁচা বাড়ি। জলের তলায় জমির ফসল। চেল, ঘিস, লিস নদীর জল বেড়েছে।
অন্যদিকে, টানা বৃষ্টিতে বিপর্যস্ত জলপাইগুড়ি । গতকাল সন্ধের পর থেকে নাগাড়ে বৃষ্টিতে জলমগ্ন শহরের সবকটি ওয়ার্ড। হাঁটু জল পেরিয়েই সারতে হচ্ছে বাজারহাট, অফিসকাছারি। জলের তোড়ে ভেঙে গেছে জলপাইগুড়ি রাষ্ট্রীয় বালিকা বিদ্যালয়ের দেওয়াল। জল বেড়েছে করালা, পাঙ্গা নদীতে। রাতভর বৃষ্টির জেরে তিস্তার অসংরক্ষিত এলাকায় জারি হয়েছে হলদু সংকেত। দোমোহনী থেকে বাংলাদেশ পর্যন্ত তিস্তা নদীর অসংরক্ষিত এলাকায় জারি হয়েছে হলুদ সংকেত। পাশাপাশি ভূটানে টানা বৃষ্টিতে জলঢাকা নদীর সংরক্ষতি এলাকাতেও জারি হয়েছে হলুদ সংকেত। এমনটাই জানানো হয়েছে সেচ দফতর সূত্রে। আজও সকাল থেকে আকাশের মুখ ভার। হয়ে চলেছে টানা বৃষ্টি ।