ওয়েব ডেস্ক: ওভারটেক করতে গিয়ে যাত্রীবাহী বাসে ট্রাকের ধাক্কা। হাত কাটা গেল দুই যাত্রীর। আঙুল কাটা পড়ে আরও একজনের। দক্ষিণ চব্বিশ পরগনার বিষ্ণুপুরের ঘটনা। দুর্ঘটনায় কমপক্ষে ১৫জন যাত্রী জখম হয়েছেন। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আজ সকালে ডায়মন্ড হারবার থেকে কলকাতার দিকে যাচ্ছিল SD সাতাশ রুটের একটি বাস। ওভারটেক করতে গিয়ে বাসে ধাক্কা মারে একটি মাছ বোঝাই ট্রাক। ঘটনাস্থলেই দুই যাত্রীর হাত কাটা যায়। অভিযোগ, একটি কাটা হাত ছিটকে ট্রাকে গিয়ে পড়ে। অমানবিক চালক সেই টাকা হাত ছুঁড়ে ফেলে দেয়। দুর্ঘটনায় অন্তত ১৫জন যাত্রী আহত হয়েছেন। তাদের মধ্যে সাতজনের অবস্থা আশঙ্কাজনক।  গুরুতর জখম নুরুদ্দিন খাঁকে ভর্তি করায় হয়েছে ন্যাশনাল মেডিক্যাল কলেজে। এম আর বাঙুর হাসপাতালে ভর্তি লালবানু বিবি। তাদের কাটা হাত জোড়া লাগার সম্ভাবনা নেই বলেই জানিয়েছেন চিকিত্‍সকরা। ট্রাক নিয়ে পলাতক চালক। পালানোর চেষ্টা করে বাসটিও। যদিও, এলাকার মানুষ ধাওয়া করে বাসটিকে ধরে ফেলে। কিন্তু, চম্পট দেন চালক। আরও পড়ুন- মেডিক্যাল ফিট সার্টিফিকেট বিক্রি হচ্ছে তিনশ টাকায়!