নিজস্ব প্রতিবেদন: বিজেপি নেতাদের বহিরাগত বলে দাবি করে প্রচারে সুর চড়াচ্ছে তৃণমূল কংগ্রেস। আজ কাঁথির সভা থেকে তার পাল্টা দিলেন নরেন্দ্র মোদী। তৃণমূলের বিরুদ্ধে সিন্ডিকেট রাজ, তোলাবাজির অভিযোগ তুলে মোদীর ঘোষণা তৃণমূলের অপশাসন উপড়ে ফেলতে আপনারা যে বিজেপি সরকার গঠন করতে চলেছেন তার মুখ্যমন্ত্রী ভূমিপুত্রই হবেন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-  বাতিল হোলি খেলা, বিমানবন্দর, রেল স্টেশন এবং বাস স্ট্যান্ডে হবে কোভিড পরীক্ষা


মোদী বলেন, মেদিনীপুরে মনে হয় এমন কোনও গ্রাম নেই যেখানে স্বাধীনতা সেনানির জন্ম হয়নি। যে কোনও বিপ্লবে মেদিনীপুর এগিয়ে ছিল। তবে এবার যাঁরা প্রথম বার ভোট দেবেন তাদের জন্য এই ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলা প্রতিটি কোণ থেকে এখন একটাই আওয়াজ আসছে, ২ মে দিদি যাচ্ছে ও রাজ্য আসল পরিবর্তন আসছে। 


মমতা বন্দ্যোপাধ্য়ায়কে বিঁধে মোদী বলেন,  দিদি আজকাল মেদিনীপুরে এসে বারবার বাহানা বানাচ্ছেন। এখান মানুষকে একবার আমপান গুড়িয়ে দিয়েছে। তারপর দিদির তোলাবাজরা লুটে নিয়েছে। এর কোনও জবাব দিদির কাছে নেই। এখানে কেন্দ্র যে ত্রাণ পাঠিয়েছিল তা ভাইপো উইন্ডোতে আটকে গিয়েছে। আজ বাংলার মানুষ প্রশ্ন করছে আমপানের চাল কে লুট করেছে। যখন প্রয়োজন হয় তখন দিদিকে দেখা যায় না। আর যখন ভোট আসে তখন দিদি বলেন, দুয়ারে সরকার। এখানে ছোট বাচ্চা প্রর্যন্ত আপনার খেলা বুঝে গিয়েছে। তাই ২ মে আপনাকে দরজা দেখিয়ে দেবে। 


মোদীর দাবি, বাংলার মানুষ ঠিক করে ফলেছে তৃণমূলের খেলা শেষ হবে। বিকাশ শুরু হবে। বাংলার উন্নয়ন বিজেপির সংকল্প। এর জন্য বিজেপি সব চেষ্টা করবে। বাংলা চায় শিক্ষা, শিল্প, কংর্মসংস্থান, বাংলা চায় নারীর সম্মান বাংলা চায় বিজেপি সরকার। বাংলার দরকার বিজেপি সরকার। তৃণমূল সরকারের রাজ্যের উন্নতির কোনও চিন্তা নেই। কেন্দ্রে বিজেপি সরকার বাংলার জন্য যে কাজ করছে তা বাংলার ডবল ইঞ্জিন সরকার দ্রুত বাড়িয়ে দেবে। বিজেপির সংকল্পপত্রেও তা লেখা হয়েছে। বিজেপি লোকালের জন্য ভোকাল।  বাংলায় বিজেপি সরকার তৈরি হলেই দিদি পিএম কিষানের যে টাকা আপনাদের নিতে দেননি তা দিয়ে দেওয়া হবে। গত ৩ বছরের টাকাও দেওয়া হবে। আমরা কথা দিচ্ছি সব প্রতিশ্রুতি পূরণ করা হবে। রাজ্যের মানুষের জীবন নয়ছয় করে দিয়েছে তৃণমূলের সিন্ডিকেট। এই কাটমানির কালচাল আপনাদের একটা ভোট উধাও হয়ে যাবে।


আরও পড়ুন- রাজনৈতিক হিংসা নিয়ন্ত্রণে রাখতে কমিশনের নির্দেশ রাজ্য প্রশাসনকে


ভাজপা সরকার ব্লু ইকোনমির ওপরে জোর দেবে। ভাজপা সরকার হলে হলদিয়াকে দেশের একাধিক শিল্পের সঙ্গে জুড়ে দেওয়া হবে। যে বাংলা গোটা দেশকে বন্দেমাতরম মন্ত্রে দীক্ষিত করেছে সেখানে দিদি আমাদের বলছে বহিরাগত। আমরা সবাই এই ভারতভূমির সন্তান। কোনও ভারতবাসী বহিরাগত নয়। এই ভূমি থেকেই গুরুদেব গুরুদেব পঞ্জাব, সিন্ধু, গুজরাট ও মারাঠা বলেছিলেন। বাংলায় বিজেপি সরকার আপনারা গড়তে চাইছেন তার মুখ্যমন্ত্রী এখানকার ভূমিপুত্রই হবেন।  রাজ্যের একের পর এক বিস্ফোরণ হচ্ছে। আর দিদির সরকার তা দাঁড়িয়ে দেখছে। বাংলার শান্তি চাই। এই কাজবিজেপিই করতে পারে। বিজেপি তা করে দেখাবে। বিজেপির একটাই মন্ত্র, গরিবের রোজগার, গরিবের বাড়ি, গরিবের সম্মান। 


দিদি নন্দীগ্রামের মানুষে গোটা দেশে বদনাম করছে। তৃণমূলের কাজই হল কাটমানি, কমিশন ও তোলাবাজির সরকার। ২ মে ফল আপনাদের চোখে দেখতে পাচ্ছি।