নিজস্ব প্রতিবেদন: শীতলকুচিতে ভোটের বলি ১। আজ চতুর্থ দফার ভোটে সকাল থেকেই দফায় দফায় উত্তেজনা ছড়ায় শীতলকুচিতে। দ্বিতীয় ভোট, এদিন সকালে ভোটের লাইনে দাঁড়িয়ে ছিল আনন্দ বর্মণ নামে ওই যুবক। মৃত ওই যুবকের এক দাদার বয়ান অনুযায়ী, শনিবার সকাল সকাল ভোট দিতে গিয়েছিলেন তাঁরা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

পাঠানটুলি শালবাড়ির ২৮৫ নম্বর বুথের সামনে ভোটের লাইনে দাঁড়িয়েছেন। সেই সময় আচমকাই তৃণমূল এবং বিজেপি সমর্থকদের মধ্যে ঝামেলা বাধে। এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে দু’পক্ষই। অভিযোগ তখনই তৃণমূলের গুলিতে আহত হন ওই কিশোর। 


আরও পড়ুন: West Bengal Election 2021: বাংলায় ক্ষমতায় আসছে BJP, ফাঁস TMC-র ভোটকৌশলী Prashant-র অডিয়ো


ওই কিশোর এবং তাঁর পরিবারের লোকজন বিজেপি-র সমর্থক বলেই সূত্র মারফত জানা গিয়েছে। এদিন গুলিবিদ্ধ অবস্থায় আনন্দকে তড়িঘড়ি স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। তাঁরা জানান, গুলি লাগার পর সঙ্গে সঙ্গেই মৃত্যু হয়েছে তাঁর। গোটা ঘটনায় তৃণমূলের বিরুদ্ধেই অভিযোগ এনেছে আনন্দের পরিবার। স্থানীয় তৃণমূল নেতৃত্ব এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে। এই ঘটনায় ১ জনকে আটক করা হয়েছে।


ভোটে উত্তপ্ত শীতলকুচি। তৃণমূল কর্মীদের ধারালো অস্ত্রের কোপ মারার অভিযোগ ওঠে সাতসকালেই। বোমা-বন্দুক নিয়ে হামলা চালানো হয় বলে দাবি করেন আক্রান্তরা। বেশ কয়েকজন তৃণমূল কংগ্রেস কর্মী আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাটি ঘটেছে শীতলকুচি বিধানসভার পাগলাপীর এলাকার ২৬৫ নম্বর বুথে। তৃণমূলের অভিযোগ, সকালে দলের কয়েকজন কর্মী বুথের সামনে দাঁড়িয়েছিলেন। হঠাত্‍ করেই বিজেপির দুষ্কৃতীবাহিনী হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয় তাঁদের। গুরুতর জখম বেশ কয়েকজন। উত্তপ্ত এলাকা। যদিও হামলার অভিযোগ অস্বীকার বিজেপির।


এরপর ফের উত্তেজনা ছড়ায় শীতলকুচিতে, শীতলকুচির পাঠানটুলিতে চলে গুলি। গুলিবিদ্ধ হয় আনন্দ বর্মণ নামে ওই তরুণ। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিস লাঠিচার্জ করে। রিটার্নিং অফিসারকে ফোন করে দ্রুত রিপোর্ট তলব করে কমিশন। সব মিলিয়ে কার্যত রণক্ষেত্রে পরিণত হয় শীতলকুচির পাগলাপীর এলাকা।