WB Assembly Election 2021: প্রচার অভিযানে বাধা, BJPর পতাকা, ফেস্টুন খুলে নেওয়ার অভিযোগ TMCর বিরুদ্ধে
যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। ঘটনায় তাঁদের বক্তব্য, `এই বিষয়ে আমরা কিছু জানি না। বিজেপির গোষ্ঠীকোন্দলের জেরেই সমস্যা।`
নিজস্ব প্রতিবেদন: বিজেপির পতাকা খুলে নেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা বিক্ষোভ। পাড়ুই থানার সাত্তোর গ্রাম পঞ্চায়েতের মনোহরপুর গ্রামে গতকাল বিজেপির কর্মী-সমর্থকেরা এলাকায় তাদের দলীয় পতাকা ফেস্টুন লাগায়। কিন্তু অভিযোগ আজ সকালে দেখা যায় গ্রামের সমস্ত বিজেপি পতাকা, ফেস্টুন খুলে দেওয়া হয়েছে। এই ঘটনার পরই গ্রামে উত্তেজনা ছড়ায়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছয় পাড়ুই থানার পুলিস। বিজেপি কর্মী সমর্থকরা পুলিসকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে। তাঁদের অভিযোগ, এই কাজ নতুন নয়, দীর্ঘদিন ধরেই চলছে। আজ বোলপুর কেন্দ্রে তৃণমূলের প্রার্থী চন্দ্রনাথ সিংহের এই গ্রামে নির্বাচনী প্রচার রয়েছে। তার জন্যই বিজেপির সমস্ত পতাকা খুলে নেওয়া হয়েছে।'
যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। ঘটনায় তাঁদের বক্তব্য, 'এই বিষয়ে আমরা কিছু জানি না। বিজেপির গোষ্ঠীকোন্দলের জেরেই সমস্যা।'