নিজস্ব প্রতিবেদন: ময়না বিজেপি প্রার্থী অশোক দিন্দা আক্রান্ত। তাঁর গাড়িকে লক্ষ্য় কর ইট ছোড়ার অভিযোগ। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা আক্রমণ করেছে বলে অভিযোগ করলেন ময়নার প্রার্থী নিজেই। অভিযোগ অস্বীকার শাসক দলের। ময়নার বিজেপি প্রার্থী অশোক দিন্দা আক্রান্ত হওয়ার ঘটনায় রিপোর্ট তলব করল নির্বাচন কমিশন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আক্রমণের ঘটনায় ময়নার বিজেপি প্রার্থী অশোক দিন্দা বলেন, ''৪ টে পর্যন্ত শেষ প্রচার ছিল, আমরা ফিরছিলাম। ময়না বাজারে হঠাৎ করেই গাড়ি ঘেরাও করা হয়। আমার গাড়ির অবস্থা দেখতেই পাচ্ছেন। আমার ঘাড়ে এসে জোরে একটা ইট লাগে। আমার ভাইয়ের হাত কেটে গেছে। গাড়ির কাচ ভেঙে গেছে। কোনওরকমে পালিয়ে বেঁচেছি। তৃণমূলের লোকজন তো এভাবে সন্ত্রাসের আশ্রয়েই চলছে। এটাই তো এদের পরিচয়। আমরা হিংস্র নয়। আমরা তো এমন করতে পারব না। এবার মানুষ কী করবেন, মানুষই সিদ্ধান্ত নেবেন।'' আশোক দিন্দা আরও জানান, ''আমি কোনওরকমে গাড়ি চালিয়ে বিডিও অফিসে আশ্রয় নিয়েছি। ''



এই আক্রমণের ঘটনায় বিজেপি প্রার্থী তথা প্রাক্তন ক্রিকেটার অশোক দিন্দা তৃণমূলের দিকে অভিযোগের আঙুল তুলেছেন। যদিও শাসক দলের পক্ষ থেকে এখনও মুখ খোলা হয়নি।