নিজস্ব প্রতিবেদন : রাজারহাট-গোপালপুর কেন্দ্রে প্রার্থী পছন্দ না হওয়া নিয়ে ফের বিক্ষোভ বিজেপি কর্মীদের। বিজেপি প্রার্থী শমীক ভট্টাচার্যকে নিয়ে দফায় দফায় বিক্ষোভ বিজেপি কর্মীদের। দমদমের পর এবার রঘুনাথপুরে। ফের দলীয় কার্যালয়ে ভাঙচুর করা হল। এমনকি বাগুইআটিতে এক বিজেপি কর্মীর মাথাও ফেটে গিয়েছে অশান্তির জেরে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

প্রসঙ্গত, আজ প্রার্থী তালিকা প্রকাশ হতেই দেখা যায়, রাজারহাট-গোপালপুর (Rajarhat-Gopalpur) বিধানসভা কেন্দ্রে শমীক ভট্টাচার্যকে (Samik Bhattacharya) প্রার্থী করেছে বিজেপি (BJP)। আর দমদমে (Dumdum) প্রার্থী করা হয়েছে বিমল শঙ্কর নন্দকে (Bimal Shankar Nanda)। এরপরই মাথাচাড়া দেয় বিক্ষোভ। 


দলীয় প্রার্থীকে পছন্দ নয়। প্রতিবাদে দমদম রোডে টায়ার জ্বালিয়ে বিক্ষোভে ফেটে পড়লেন বিজেপি (BJP) কর্মীরা। একইসঙ্গে দমদম (Dumdum) রোডের উপর হনুমান মন্দিরের সামনে পার্টি অফিসের আসবাব ভাঙচুর করেও জ্বালিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। বিজেপির দুই গোষ্ঠীর মধ্যে গণ্ডগোলের জেরেই দ্বন্দ্ব চরমে উঠেছে বলে মনে করছে ওয়াকিবহল মহল।


আরও পড়ুন, কাশীপুরে BJP প্রার্থী TMC-র মালা সাহার স্বামী, তরুণ সাহা বললেন, 'আমি দাঁড়াচ্ছি না'