WB Assembly Election 2021: মল্লারপুরে বিকট শব্দে কেঁপে উঠল TMC নেতার বাড়ি, বিস্ফোরণে আহত ১
বীরভূম(Birbhum) বিজেপির জেলা সম্পাদক অতনু চট্টোপাধ্যায়ের দাবি, এলাকায় সন্ত্রাস সৃষ্টির জন্যই বোমা বাঁধা হচ্ছে
নিজস্ব প্রতিবেদন: ভোটের প্রচার তুঙ্গে বীরভূমে। এরমধ্যেই বিস্ফোরণে কেঁপে উঠল মল্লারপুর। তাও আবার স্থানীয় বিজেপি নেতার বাড়িতে।
সোমবার রাত ৯টা নাগাদ বিকট আওয়াজে কেঁপে ওঠে মল্লারপুরের(Mallarpur) বানাশপুর গ্রামের তৃণমূল নেতা আনারুল সেখের বাড়ি। আওয়াজ পেয়েই ছুটে আসনে গ্রামবাসীরা। দেখা যায় বিস্ফোরণে মারাত্মক জখম হয়েছেন জারমান সেখ নামে এক জন।
আরও পড়ুন-দেশজুড়ে লাফিয়ে বাড়ছে Covid সংক্রমণ, বাতিল ICSE-র দশম শ্রেণির পরীক্ষা
বিস্ফোরণের খবর পেয়েই ঘঠনাস্থলে ছুটে আসেন মল্লারপুর থানার পুলিস। উদ্ধার করা হয় আহতদের। পাশাপাশি তৃণমূল নেতা আনারুল সেখকে আটক করে পুলিস। পুলিসের প্রাথমিক অনুমান, আনারুলের বাড়িতে বোমা বাঁধা হচ্ছিল। সেইসময় বোমা ফেটে যায়। তবে মজুত বোমা ফেটে বিস্ফোরণ নাকি, বোমা বাঁধতে গিয়ে তা ফেটে গিয়েছে তা তদন্ত করে দেখছে পুলিস। তবে মজুত বোমা ফেটে বিস্ফোরণ নাকি, বোমা বাঁধতে গিয়ে তা ফেটে গিয়েছে তা তদন্ত করে দেখছে পুলিস। এদিকে গ্রামবাসীদের দাবি, মৃত্যু হয়েছে আহত জারমান সেখের।
আরও পড়ুন-প্রচারে বেরিয়ে BJP কর্মীকে গালিগালাজ ফিরহাদের! ভাইরাল ভিডিয়োয় তুঙ্গে তরজা
এদিকে, বীরভূম(Birbhum) বিজেপির জেলা সম্পাদক অতনু চট্টোপাধ্যায়ের দাবি, এলাকায় সন্ত্রাস সৃষ্টির জন্যই বোমা বাঁধা হচ্ছে। এটা একাধিক বার পুলিসকে বলা হলেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। পুলিস ব্যবস্থা নিলে এমনটা হতো না। অন্যদিকে, এমন অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব।