নিজস্ব প্রতিবেদন: রাজ্যে শেষদফার ভোটগ্রহণ শেষ হতেই আসতে শুরু করেছে বুথ ফেরত সমীক্ষার ফলাফল। সেই ফলাফলে দেখা যাচ্ছে কোথাও তৃণমূলকে এগিয়ে রাখা হলেও কোথাও এগিয়ে রাখা হয়েছে বিজেপিকেও। কোথাওবা দেওয়া হয়েছে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-খালি শয্যা, অ্যাম্বুল্যান্স থেকে টেলি মেডিসিন- হদিশ স্বাস্থ্য দফতরের নতুন পোর্টালে



এখনও পর্যন্ত দুটি বুথফেরত সমীক্ষায় ম্যাজিক ফিগার দেওয়া হয়েছে তৃণমূলকে।  দুটি সমীক্ষায় এগিয়ে রাখা হয়েছে বিজেপিকে। অন্যদিকে, অধিকাংশ সমীক্ষাতেই বামেদের রাখা হয়েছে ১১-২৫ এর মধ্য়ে। একটি সমীক্ষাতে তাদের দেওয়া হয়েছে ৪৫ আসন। তবে প্রত্যাশা মতো ফলের ইঙ্গিত তাদের দিকে নেই।



ABP-C Voter


তৃণমূল কংগ্রেস-১৫২-১৬৪
বিজেপি-১০৯-১২১
বাম-১৪-২৫
অন্যান্য-০


CNN News 18


তৃণমূল কংগ্রেস-১৬২
বিজেপি-১১৫
বাম-১৫
অন্যান্য-০


Times Now-C Voter


তৃণমূল কংগ্রেস-১৫৮
বিজেপি-১১৫
বাম-১৯
অন্যান্য-০


Republic CNX


তৃণমূল কংগ্রেস-১২৮-১৩২
বিজেপি-১৩৮-১৪৮
বাম-১১-২১
অন্যান্য-০