WB assembly election 2021 : Modi-র ব্রিগেড থেকে ফেরার পথে BJP কর্মীদের গাড়িতে `বিস্ফোরণ`, আগুন
WB Assembly Election 2021 : বাসের মধ্যে গ্যাস সিলিন্ডার ছিল। সেই গ্যাস সিলিন্ডারটি-ই ফেটে যায়।
নিজস্ব প্রতিবেদন : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (PM Modi) ব্রিগেড সমাবেশ থেকে ফেরার পথে বড়সড় দুর্ঘটনার মুখে পড়লেন বিজেপি কর্মী, সমর্থকরা। গাড়িতে 'বিস্ফোরণের' জেরে আগুন ধরে যায়। এরফলে আহত হয়েছেন কমপক্ষে ৩ জন বিজেপি (BJP) কর্মী, সমর্থক। অবস্থার অবনতি হওয়ায় জখম বিজেপি কর্মী-সমর্থকদের কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে।
জানা গিয়েছে, ডায়মন্ডহারবার জেলা বিজেপি ও মথুরাপুর জেলা বিজেপির (BJP) পক্ষ থেকে কর্মী, সমর্থকরা গাড়ি ভাড়া করে আজ ধর্মতলার ব্রিগেড সমাবেশে যোগ দিতে আসেন। জনসভা শেষে আবার যখন গাড়ি করে বাড়ির উদ্দেশে রওনা দেন, তখনই দুর্ঘটনাটি ঘটে। দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরে ১১৭ নম্বর জাতীয় সড়কের উপর শ্যামা সিনেমাহলের সামনে বিজেপি কর্মী, সমর্থকদের গাড়িতে আগুন ধরে যায়।
আরও পড়ুন, Modi-র ব্রিগেডে যাওয়ার পথে কোনা এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনা, জখম ১৫ জন
স্থানীয়রা জানিয়েছেন, যে গাড়িটিতে আগুন লাগে, সেটি রায়চক থেকে ধর্মতলা রুটের একটি বাস। বাসের মধ্যে গ্যাস সিলিন্ডার ছিল। সেই গ্যাস সিলিন্ডারটি-ই ফেটে যায়। সিলিন্ডার 'বিস্ফোরণে'র জেরেই আগুন ধরে যায় বাসে। আগুনে জখম হন ৩ জন বিজেপি (BJP) কর্মী। তাঁদের উদ্ধার করে প্রথমে আমতলা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু অবস্থার অবনতি হওয়ায়, পরে সেখান থেকে তাঁদেরকে কলকাতায় বিদ্যাসাগর হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
তবে এই নিয়ে বিজেপি নেতৃত্বের তরফে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আরও পড়ুন, মোদীর ব্রিগেড সভার দিনই গোপীবল্লভপুরে বড় 'ধাক্কা' খেল বিজেপি