নিজস্ব প্রতিবেদন: হোর্ডিং-ব্যানারে কোনও একটি দলের দখলদারি বরদাস্ত করা হবে না। কড়া নির্দেশ দিল নির্বাচন কমিশনের। সব রাজনৈতিক দলই যাতে তাদের ব্যানার ,হোর্ডিং দিয়ে প্রচারে সমান সুযোগ পায় তার ব্যবস্থা করতে হবে। মুখ্যসচিব ও নির্বাচনী আধিকারিকদের চিঠি দিয়ে নির্দেশ কমিশনের। কমিশন যে চিঠি পাঠিয়েছে তাতে তাদের স্পষ্ট বার্তা, অনেক জায়গায় দেখা যাচ্ছে একটি নির্দিষ্ট দল হোর্ডিং, ব্যানার, কাট আউট- দখল করে রাখছে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন:  WB Assembly Election 2021: 'ভোটে লড়তে চাই না,' তালিকা প্রকাশের পরই BJPর প্রার্থী পদে 'না' রন্তিদেবের


কেউ যাতে একচেটিয়া ভাবে এভাবে প্রচার না করে, সব দল যাতে সমান সুযোগ পায় তা দেখতে নির্দেশ দেওয়া হয়েছে স্থানীয় প্রশাসনকে। শুধু পশ্চিমবঙ্গ নয়, যে যে রাজ্যে সামনে বিধানসভা ভোট রয়েছে সব রাজ্যকেই এই নির্দেশনামা পাঠানো হয়েছে।


ভোট আবহে রাজ্যের শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে তৎপর নির্বাচন কমিশন। ইতিমধ্যেই রাজ্য়ে এসেছে সেনাবাহিনী। দফায় দফায় এসেছেন পর্যবেক্ষকরাও। নন্দীগ্রামে মুখ্যমন্ত্রীর আহত হওয়ার ঘটনায় তোলপাড় রাজ্য। ভোটের মুখে নিরাপত্তা ইস্যুতে নির্বাচন কমিশনের দিকে আঙুল তুলেছে রাজ্যের শাসক দল। এই পরিস্থিতিতে এই মেদিনীপুর সফর খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করছে পর্যবেক্ষক মহল। সকাল দশটা নাগাদ মেদিনীপুর শহরে পৌঁছন দুই পর্যবেক্ষকের। 


শুক্রবার মেদিনীপুরে গিয়েছেন নির্বাচন কমিশনের বিশেষ পর্যবেক্ষক অজয় নায়েক এবং পুলিস পর্যবেক্ষক বিবেক দুবে। সাতসকালেই গুরুসদয় রোডে বিএসএফের গেস্ট হাউস থেকে কলকাতা বিমানবন্দরের উদ্দেশে রওনা হয়ে যান দুজনই। সেখান থেকে যান পশ্চিম মেদিনীপুর।