নিজস্ব প্রতিবেদন: দোরগোড়ায় ভোট। একের পর এক সভায় ব্যস্ত তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন বাঁকুড়ার বিষ্ণুপুর, ওন্ডায় পরপর তিনটি সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন প্রায় প্রতি সভা থেকেই বিজেপির বিরোধিতায় সুর চড়ান মুখ্যমন্ত্রী। এদিন বলেন বহিরাগত কারা, জবাব দিন মোদী। বাংলায় বহিরাগত ঢোকাচ্ছে। উঃপ্রদেশের গুন্ডাদের পাঠাচ্ছে। তোপ দাগেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি মোদীকে মিথ্যেবাদী বলেও আক্রমণ করেন তিনি। এ দিন মোদীকে মিথ্যেবাদী বলেও আক্রমণ শানান মমতা। বলেন,বলেন, ওর মতো মিথ্যেবাদী দেখিনি


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বাঁকুড়ার ১২টি বিধানসভা কেন্দ্রই তৃণমূলের শক্ত ঘাঁটি। বুধবার এই জেলার তিনটি বিধানসভা কেন্দ্র বিষ্ণুপুর, ওন্দা এবং বাঁকুড়ায় জনসভার কর্মসূচি করেন মমতার। কোতলপুর, ইন্দাস এবং বড়জোড়ায় আগেই সভা করেছেন মমতা। বাকি কেন্দ্রগুলিকে দখলে রাখার জন্য মমতা বুধবারের জনসভায় কী বলেন সেদিকেই নজর ছিল রাজনৈতিক মহলের। 


এদিন পরপর সভায় কী বললেন মমতা


* ভোট মেশিন পাহারা দেওয়ার নির্দেশও দিলেন মমতা।
* তিনি এদিন বলেন, আমার এক পায়ের বদলে লক্ষ লক্ষ পা পেয়েছি। আমি মা-বোনেদের পায়ের সাহায্যেই পায়ে জোর পাচ্ছি।
* টাকা দিলে নিয়ে নিন। ওটা আপনার দেওয়া টাকা। তবে টাকা নিলেও তৃণমূলকে ভোট দিন। ওরা বলতে পারে, ‘কোথায় ভোট দিচ্ছিস, দেখতে পাব’। মিথ্যে কথা। কিচ্ছু দেখতে পাবে না।
* ১০০ দিনের কাজ ২০০ দিনের কাজ হবে
* ব্যাঙ্কে টাকা রাখেন তো? নোটবন্দির মতো ব্যাঙ্ক বন্ধ হলে টাকা চলে যাবে আপনার।
* জঙ্গলমহলে রোজ রক্ত ঝড়ত। 
* এখানে ৪০ হাজার ছেলেমেয়েকে চাকরি করে দিয়েছি।


ভোট দোরগোড়ায়। দিকে দিকে প্রচার পর্ব চলছে জোরকদমে। সব দলেরই ব্যস্ততা তুঙ্গে। কোথাও রোড শো। কোথাও মহামিছিল। আবার কোথাও বাড়ি বাড়ি ঘুরে জনসংযোগ। প্রচারে কোনও ফাঁক রাখতে নারাজ প্রার্থীরা। সরকার ভাঙা পা নিয়েই ময়দানে নেমে পড়েছেন খোদ নেত্রী।