দু-দফার প্রার্থী তালিকা ইতিমধ্যেই প্রকাশ করেছে বাম-কম-ISFসংযুক্ত মোর্চা। বামেদের সঙ্গে আসন সমঝোতায় ISF শরীক দলগুলো বেশ কয়েকটি আসনে প্রার্থী ঘোষণা করেছে। পাশাপাশি জানানে হয়েছে যে, এই আসনগুলো ছাড়াও উত্তরবঙ এবং দক্ষিণবঙ্গে দেগঙ্গা, মগরাহাটের মতো কিছু আসনেও প্রার্থী দেওয়া হবে। অন্যান্য প্রায় সব দলেরই প্রার্থী তালিকা ঘোষণা করা হয়ে গিয়েছে। এবার প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করে দিল আব্বাস সিদ্দিকির দল আইএসএফ (ISF) বা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। প্রাথমিক ভাবে ২০টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

দেখেনিন, কোথায় কোথায় প্রতিদ্বন্দিতা করবে ISF


রায়পুর- মিলন মান্ডি
মহিষাদল- বিক্রম চট্টোপাধ্যায়
চন্দ্রকোণা- গৌরাঙ্গ দাস
কুলপি- সিরাজুদ্দিন গাজী
মন্দিরবাজার- ডঃ সঞ্জয় সরকার
ক্যানিং পূর্ব------
জগৎবল্লভপুর- শেখ সাব্বির আহমেদ
জঙ্গিপাড়া------
হরিপাল- সিমল পাল
খানাকুল-  ফাইসাল খান
ভাঙর- 
মেটিয়াব্রুজ- নরুজ্জামান
পাঁচলা- মহঃ জলিল
উলুবেড়িয়া পূর্ব- আব্বাসউদ্দীন খান
মধ্যমগ্রাম-------
রাণা উত্তর পূর্ব (SC)- দীনেশ চন্দ্র বিশ্বাস
কৃষ্ণগঞ্জ(SC)-  অনুপ মন্ডল
হাড়োয়া-----
বসিরহাট উত্তর-- পীরজাদা বাইজিদ আমিন
সন্দেশখালী (SC)- বরুণ মাহাত
চাপড়া- কাঞ্চন মৈত্র
অশোকনগর- তাপস চক্রবর্তী
আমডাঙা- জামাল উদ্দিন
আসানসোল উত্তর- মহঃ মোস্তাকিম
এন্টালি- ডঃ মহঃ ইকবাল আলম
ময়ূরেশ্বর----------