নিজস্ব প্রতিবেদন: ভোট শুরু হতেই অশান্তি। বীজপুরে প্রবল মারধর করা হল এক তৃণমূল কাউন্সিলরকে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-বুথ লাগোয়া তৃণমূলের কার্যালয়, জ্বলজ্বল করছে প্রার্থীর নাম, জি ২৪ ঘণ্টার খবরের জেরে ঢাকা হল ত্রিপলে


সকালে বীজপুরের(Bijpur) এক ভোট কেন্দ্র থেকে ডেকে নিয়ে যাওয়া হয় উত্পল দাসগুপ্ত নামে ওই তৃণমূল নেতাকে। কাঁচড়াপাড়ার(Kanchrapara) ২০ নম্বর ওয়ার্ডের দুবারের কাউন্সিলর ছিলেন তিনি। 


বুথ(১৬৭ নম্বর) থেকে ডেকে নিয়ে গিয়ে তাঁকে বেধড়ক মারধর করা হয়। মারের চোটে মাথা ফেটে যায়। অভিযোগের তির বিজেপির দিকে। এনিয়ে বিজেপির তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।


আরও পড়ুন-ভোটের সকালেই হাবরায় চাঞ্চল্য, ডোবা থেকে উদ্ধার রক্তাক্ত মৃতদেহ


আহত উত্পলকে ভর্তি করা হয় কল্যাণীর জেএনএম হাসপাতালে। সেখানে তার মাথায় ১৪টি সেলাই পড়েছে বলে জানা যাচ্ছে।