নিজস্ব প্রতিবেদন: আজ নজরে পুরুলিয়া। ঝালদা ও বলরামপুরে পর পর সভা মমতার। পুরুলিয়ার ৯টি বিধানসভা আসনেই প্রথম দফায় ভোট। তার মধ্যে রয়েছে জয়পুর। এই আসনে তৃণমূলের প্রার্থীর মনোনয়ন খারিজ হয়েছে। ফলে অন্য দলের কাউকে সমর্থন করতে হবে ঘাসফুল শিবিরকে। দু'হাজার ঊনিশের লোকসভা ভোটের হিসেবে পুরুলিয়ার নটি আসনেই পিছিয়ে তৃণমূল। আবার শিবির বদলানো শুভেন্দুর বিশেষ প্রভাব রয়েছে এই জেলায়। সব মিলিয়ে নির্বাচনী প্রচারে পুরুলিয়াকে বিশেষ গুরুত্ব দিচ্ছে তৃণমূল। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

1.39pm:


 


1.44 PM 


দাঁতনে সভা করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়



* মমতা বন্দ্যোপাধ্যায়কে সরানো সোজা নয়


* মমতা বন্দ্যোপাধ্যায় আগেই সোনার বাংলা গড়েছে
* ঝাড়গ্রামে স্বরাষ্ট্রমন্ত্রীর সভায় তেমন লোক হয়নি
* স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে অপপ্রচার করছে বিজেপি
* বিজেপি চূর্ণ-বিচূর্ণ হয়ে যাবে
* বাংলাকে গুজরাট, মধ্যপ্রদেশ বানানোর চেষ্টা চলছে
* EVM-এর মাধ্যমে বহিরাগতদের বিদায় দিন
* মেদিনীপুরের মানুষ বিশ্বাসঘাতক নয়। তবে একজন বিশ্বাসঘাতক আছে


1.53pm পুরুলিয়ায় বলছেন মমতা


* পুরুলিয়া আমার রূপসীবাংলা। 
* আমার পায়ের যন্ত্রণা রয়েছে কিন্তু তার থেকেও মানুষের যন্ত্রণা অনেক বেশি।
* কেউ কেউ ভেবেছিল আমি বেরতে পারব না। 
* এই সব এলাকায় আমরা উন্নয়নের চূড়ান্ত কাজ করেছি।
* আগামী মে মাস থেকে বিধবাদের ১ হাজার টাকা করে সরকার দেবে।
* আমাদের সরকার লক্ষ লক্ষ কাস্ট সার্টিফিকেট করে দিয়েছে।
* বাউড়ি, বাগদি বোর্ড, রাঙামাটি, কুরমি বোর্ড তৈরি করেছে।
* আমরা একটার পর একটা কাজ করেছি।
* একসময়ে অযোধ্যা পাহাড়ে সন্ত্রাস ছিল।
* আগামি দিনে বাড়ি বাড়ি বিনা পয়সায় রেশন পৌঁছে দেওয়া হবে।


1.59PM


* আমার অযোধ্যা, বাঘমুন্ডি ভাল থাকলে আমি ভাল থাকি।
* আমরা একমাত্র রাজ্য, আদিবাসীদের জমি কেড়ে না নেওয়ার আইন করেছি।
* কৃষকদের জমির জন্য খাজনা ফ্রি। বছরে এমনিই ৬ হাজার টাকা দিই। 
* আমার কন্যাশ্রীর মেয়েরা বিশ্ব জয় করে বিশ্বশ্রী।
* পুরুলিয়ায় ঘরে ঘরে জল দেওয়ার ব্যবস্থা করছি।
* বাঘমুন্ডিতে ওয়াটার সাপ্লাই স্কিম করা হয়েছে।
* গত কয়েকবছরে অযোধ্যার প্রভূত উন্নতি।
* একদিকে আমারা উন্নয়ন করছি, অন্যদিকে বিজেপি দাম বাড়াচ্ছে। দোকানে কেরোসিন নেই, চাল ডাল নেই। 
* উজালার প্রকল্পের নামে এমন কেলেঙ্কারি হয়েছে, যে তা আঁধারা হয়ে গেছে। 
* টাকা দিয়ে চরিত্র-মনুষ্যত বিক্রি করবেন না।
* আগে একটা বিড়ি দিলে তিনবার টানতে, এত টাকা কোথায় পেলে। 
* BCCL, ECCL ব্যাঙ্ক, কোল সব বিক্রি করে দিচ্ছ। 
* বিজেপির বিরুদ্ধে ভোট দিয়ে প্রমাণ করুন আমনারা আসল মানুষ।


2.09 PM


* কংগ্রেস, সিপিএম বিজেপির দালালি করে


* 'যাঁরা অভিমান করে বসে আছ, এস, যুদ্ধের সময় অভিমান করে থাকতে নেই'


* যাঁরা অভিমান করে বসে আছ, বেরিয়ে এস, যুদ্ধের সময় অভিমান করে বসে থাকতে নেই।
* আমি যদি ভাঙা হাত-পা নেই লড়তে পারি, তোমরা কেন পারবে না। 
* ৬০ বছরের ঊর্ধ্বে যারা আদিবাসী আছেন তাঁরা পেনশন পাবেন।
* প্রতি বছর ২ মাস করে ৪ মাস হবে দুয়ারে সরকার।
* এত কাজ করেছি, আর কাউকে পাবেন?
* ওদের প্রধানমন্ত্রী দেশ চালাতে পারে না।
* যতই চেষ্টা কর, আমর কন্ঠকে স্তব্ধ করতে পারবে না। 
* আমাকে আক্রমণ করলে, আমার মা-বোনেরা হাতা-খুন্তি নিয়ে আক্রমণ করবে।
* পরিযায়ীদের ফিরতে টাকা দেয়নি। আমি দিয়েছি
* আমরা বিজেপির মতো নই।
* অন্যের গলায় মালা দিয়ে বলে বিরসা মুন্ডার গলায় মালা দিলাম
* বিজেপি, কংগ্রেস হটাও দেশ বাঁচাও।
* কংগ্রেস অথর্ব পাথরের মতো বসে আছে ২০ বছর ধরে। ধাক্কা দিয়ে সরিয়ে দিন। 
* আমি সম্পূর্ণ সুস্থ নই তাই বেশি বলতে পারলাম না, যতটা পারলাম বললাম। 


2.12 PM


* চক্রান্ত এগুলো, আমার পা আর কতদিন ভাঙা তাকবে, আমি তো উঠে দাঁড়াবই। তারপর দেখব ওদের পা কেমন থাকে। 
* হামলা করে আমাদের আটকানো যায় না। হামলা করলে রুখে নেব।
* 'দিল্লি থেকে এল বিজেপি, সাথে এল কত হিপিচিপি'
* আমার পা ভাল হয়ে গেলে আমি আবার আসব, ভোটটা দেবেন তো?



চন্দ্রকোণায় বলছেন অভিষেক


* বহিরাগতদের হঠাও।
* সকলে মমতার পাশে থাকুন।
* ভাঙা পায়ে লড়াই করে নেত্রী জিতবে।
* বহিরাগতদের ঝেঁটিয়ে বিদায় করবে।
* তুমিও মানুষ, আমিও মানুষ তফাৎ শুধু শিরদাঁড়ায়।
* পাহাড় থেকে সাগর, বিজেপি সাংসদের বাড়ির লোকেরাও স্বাস্থ্যসাথী কার্ড করিয়েছেন।
* এতদিন ক্ষমতায় থেকেও সোনার উত্তরপ্রদেশ-মধ্যপ্রদেশ হল না।



 


3.15 PM


* এটা নতুন নয়, হাজরায় এর আগে মাথায় মেরেছিল
* আমি অনেক মার খেতে খেতে এখানে এসেছি।
* অনেকেই ভেবেছিল মমতা বন্দ্যোপাধ্যায় বেরোতে পারবে নাসেই সুযোগে আমরা ডুগডুগি বাজিয়ে দেব।
* আমার বিশেষ চেয়ার নেই, আমি জনগণের চেয়ারে বসে কাজ করি।
* আমি না থাকতে পারলে বহিরাগত গুন্ডারা ভোট লুঠ করে নেবে।
* আমি রাস্তায় থেকে ফাইট করতে ভালবাসি।
* বিজেপির কথায় ভুল বুঝবেন না।
* বাংলার ওপর হামলা চালানো এদের অভ্যাস।


3.23 PM


* ১৫ লক্ষ টাকা, বেকারদের চাকরি কিছু হয়েছে?
* আগামি দিনে বাংলার সম্মানের লড়াই
* মেদিনীপুরের ঐতিহ্য রক্ষা করতে তৃণমূলকে ভোট
* এই মেদিনীপুর স্বাধীনতা আন্দোলনে পথ দেখিয়েছে
* দেখান দু-বছরে একটাও কাজ করেছে কিনা।
* এমপি হয়ে ভরাডুমি এমএলএ হয়ে বাজাবে ডুগডুগি
* উত্তর প্রদেশে মেয়েরা বেরোতে পারে না
* পুরুলিয়া একদিন সারা পৃথিবীকে জয় করবে



3.42 pm


* যা বলি করে দেখাই।
* প্রত্যেক বুথ থেকে তৃণমূল প্রার্থীকে জেতান।
* তৃণমূল না জিতলে সব বন্ধ হয়ে যাবে
* মা-বোন পারে না এমন কোনও কথা নেই।
* আগে ওরা খেতে পেত না, এখন টাকা ওড়াচ্ছে
* টাকা দিলেও ভোট দেবেন না।
* ওই টাকা ওদের টাকা নয়। 
* খেলতেও হবে, জিততেও হবে।
* একটা পা নিয়েই যা দেব না, বুঝতে পারবেন


* ঝাড়গ্রামে শুনছি সভা বাতিল হয়েছে, আমায় বললে আমি কিছু লোক পাঠিয়ে দিতাম



4.37 pm



জুন মালিয়ার সঙ্গে রোড শো অভিষেকের