নিজস্ব প্রতিবেদন: নির্বাচনী লড়াইয়ে আগ্রহী নই। তবে মোদীর হাত শক্ত করতে চাই। ব্রিগেডের দিন এমনটাই বলেছিলেন মিছুন চক্রবর্তী। তবে এ য়েন একেবারে উলাটপুরান। অন্তত ইঙ্গিত তেমনটাই বলছে।  বিজেপির হয়ে ভোটে দাঁড়াতে পারেন মিঠুন চক্রবর্তী, এমনই ইঙ্গিত দিয়েছেন কৈলাস বিজয়বর্গীয়। আর এই মন্তব্যেই ফের জল্পনা তুঙ্গে। বিজয়বর্গীয় এ মন্তব্যে জানিয়েছেন, দল যদি চায়, সে ক্ষেত্রে  মিঠুনকে রাজী করাতে তাঁর সঙ্গে কথা বলা হবে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বিজেপির মুখ কে? তা নিয়ে প্রশ্ন ছিলই। অন্যদিকে শুরু থেকেই বিজেপি জানিয়েছিল, অন্যকেউ নন বাংলার ভূমিপুত্রই বিজেপির মুখ হতে চলেছে। তবে সে কে তা স্পষ্ট করেনি বিজেপি। আর এবার কৈলাসের মন্তব্য জল্পনা ফের উস্কে দিয়েছে। যদিও এ বিষয়ে স্পষ্ট করে কিছুই জানাননি 


বিজেপিতে যোগ দেওয়ার পরই ওয়াই প্লাস ক্যাটেগরির সুরক্ষা পান মিঠুন চক্রবর্তী। বিজেপি-তে যোগদানের দু’দিন পরেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে এই সুরক্ষা দেওয়া হল তাঁকে। তাঁর নিরাপত্তার দায়িত্বে রয়েছে কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনী (সিআইএসএফ)।