নিজস্ব প্রতিবেদন: ভোট যুদ্ধের দামামা বেজে গিয়েছে। আর তার আগে কার্যত একই এলাকায় কর্মসূচিতে আসছেন মমতা-শুভেন্দু (Mamata Banerjee)। সামনাসামনি না হলেও দুই প্রতিপক্ষই আজ নন্দীগ্রামের (Nandigram) মাটিতে।  হলদিয়ায় মহকুমা শাসকের দফতরে মনোনয়ন পেশ করবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সকালে রেয়াপাড়ার শিব মন্দিরে পুজো দেবেন তৃণমূল নেত্রী। এরপর নন্দীগ্রাম (Nandigram) থেকে চপারে হলদিয়ার (Haldia) উদ্দেশে রওনা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: জোটে জট, CPM-এর পর কাশীপুরে প্রার্থী দিল Congress-ও


হলদিয়া হেলিপ্যাডে নেমে রোড শো করে মমতা যাবেন হলদিয়া মহকুমাশাসকের দফতরে। নন্দীগ্রাম আসনের তৃণমূল প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেবেন তিনি। আজ আন্দোলনের মাটিতে শুভেন্দুও। গেরুয়া পতাকা হাতে নিয়ে এক সময়ের নেত্রীর বিরুদ্ধে লড়াইয়ে প্রস্তুত ভূমিপুত্র।  প্রায় কাছাকাছি সময়ে আজ নন্দীগ্রামে নির্বাচনী কার্যালয়ের উদ্বোধনে করবেন শিশির পুত্র বিজেপি নেতা শুভেন্দু অধিকারীও (Suvendu Adhikari)।