নিজস্ব প্রতিবেদন: নন্দীগ্রামের বয়ালের মুখ্যমন্ত্রী পৌঁছাতেই মুখোমুখি তৃণমূল কংগ্রেস ও বিজেপি সমর্থকরা। মুখ্যমন্ত্রীর গাড়ি ঘিরে জয় শ্রীরাম স্লোগান দেন বিজেপি সমর্থকরা। মমতা যখন হুইল চেয়ারে চড়ে বুথে ঢুকছিলেন সেসময় জয় শ্রীরাম স্লোগান দেন বিজেপি সমর্থররা। তাদের ঘিরে রাখেন নিরাপত্তা কর্মী ও পুলিসরা। ওই বুথ থেকেই রাজ্যপালকে ফোন করেন মমতা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন'ভয়ে বসতে পারছেন না পোলিং এজেন্ট', বাড়ি থেকে বেরিয়ে বুথে রওনা মমতার


বিজেপি মহিলা সমর্থকরা অভিযোগ করেন বাইরে থেকে লোক নিয়ে এসে ভোট ছাপ্পা ভোট দেওয়া হচ্ছে। আমরা ভোট দেব কীভাবে। আর মুখ্যমন্ত্রী কি ছাপ্পা ভোট দিতে এসেছেন? মুখ্যমন্ত্রী আসার পর থেকেই গন্ডেগোল শুরু হয়েছে।


আরও পড়ুন- কেশপুরে আক্রান্ত জি ২৪ ঘণ্টা; হামলা করেছে মমতা বেগমের দুধেল বাহিনী, তোপ Suvendu-র


তৃণমূলের দাবি, বয়ালের ৭ নম্বর বুথে অনেকেই ভোট দিতে পারছেন না। এরকম এক অভিযোগ পাওয়ার পরই ওই বুথে পৌঁছে যান মমতা। আর মমতা সেখানে পৌঁছাতেই বুথজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে দুই পক্ষের সমর্থকদের মধ্যে। বিজেপি সমর্থকের দাবি, মুখ্যমন্ত্রী এসেছেন বলেই বুথে উত্তেজনা ছড়িয়েছে। তা না হলে এখানে শান্তিপূর্ণ অবস্থাতেই সবকিছু চলছিল। অন্যদিকে, একদল তৃণমূল কংগ্রেস সমর্থকের দাবি, তাদের ভোট দিতে দেওয়া হচ্ছিল না। গোটা সকাল আমাদের ভোট দিতে দেওয়া হয়নি।  একদিকে জয়শ্রীরাম ও অন্যদিকে, জয় বাংলা ধ্বনিতে তোলপাড় হয়ে ওঠে বুথ চত্বর।