নিজস্ব প্রতিবেদন: দলীয় পতাকা লাগানো নিয়ে বচসা। কোন্নগরে বিজেপি-তৃণমূল সংঘর্ষে জখম দু'পক্ষের চারজন। বিজেপির অভিযোগ, শনিবার রাতে পথসভা শেষে দলীয় কর্মীরা পতাকা লাগাতে গেলে তৃণমূল কর্মীরা তাদের উপর চড়াও হয়। মাটিতে ফেলে চলে মারধর। ঘটনায় তিনজন বিজেপি কর্মী আহত হন বলে গেরুয়া শিবিরের দাবি। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: WB Assembly Election 2021: মিছিলের সামনে 'জয় শ্রীরাম' ধ্বনি! বর্ধমানে প্রচারে বেরিয়ে 'আক্রান্ত' TMC প্রার্থী


অন্যদিকে তৃণমূলের পাল্টা অভিযোগ, গত কয়েকদিন ধরেই তাদের ফ্ল্যাগ ফেস্টুন খুলে দিচ্ছিল বিজেপি। গতকালও একই ঘটনা ঘটে। দেখতে পেয়ে কয়েকজন বিজেপি কর্মীকে তাড়া করেন তাঁরা। অভিযোগ, সে সময় আগ্নেয়াস্ত্র বের করে তাঁদের ভয় দেখান বিজেপি কর্মীরা। একজনকে পুলিসেও দেওয়া হয়। এরপরই কোন্নগর ফাঁড়িতে বিক্ষোভ দেখাতে যায় বিজেপির কর্মী সমর্থকরা। লাঠি উঁচিয়ে বিক্ষোভকারীদের হঠিয়ে দেয় পুলিস। ঘটনায় মোট ৫ জনকে আটক করা হয়েছে।