WB Assembly Election 2021: প্রকাশ্য জনসভায় `কুকথা`, দলত্যাগী সাংসদের বিরুদ্ধে কমিশনে কাটোয়ার তৃণমূল প্রার্থী
মানহানির মামলা করবেন বলেও জানিয়েছেন তিনি।
নিজস্ব প্রতিবেদন: 'গুন্ডা পুষতে পাঁচ লক্ষ টাকা লাগে। দুই লক্ষ টাকা লাগে নেশা করতে'। দলত্যাগী সাংসদ সুনীল মণ্ডলের বিরুদ্ধে 'কুকথা'র অভিযোগে কমিশনের দ্বারস্থ হলেন কাটোয়ার তৃণমূল প্রার্থী রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। মানহানির মামলা করবেন বলেও জানিয়েছেন তিনি।
২০১৯-র লোকসভা ভোটে তৃণমূলে টিকিটে সাংসদ নির্বাচিত হয়েছিলেন। আর বিধানসভা ভোটের মুখে দলবদল। মেদিনীপুরে অমিত শাহের সভায় শুভেন্দু অধিকারীর সঙ্গে যোগ দেন বিজেপিতে। নিজের লোকসভা এলাকায় ভোটের প্রচারে করতে গিয়ে বিতর্কে জড়ালেন বর্ধমান পূর্বের সাংসদ সুনীল মণ্ডল।
পূর্ব বর্ধমানের কাটোয়া কেন্দ্রের এবার বিজেপি প্রার্থী শ্যামা মজুমদার। সোমবার তাঁর সমর্থনে কাটোয়া ২ নম্বর ব্লকের নন্দীগ্রামে একটি নির্বাচনী জনসভা ছিল। সেই জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল প্রার্থী তথা বিদায়ী বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় তীব্র ভাষায় আক্রমণ করেন সাংসদ সুনীল মণ্ডল। 'তোলাবাজ' , স্মাগলারদের বাপ' সম্বোধন করে বলেন, 'গুন্ডা পুষতে পাঁচ লক্ষ টাকা লাগে। দুই লক্ষ টাকা লাগে নেশা করতে। শহর জুড়ে সন্ত্রাস চালিয়ে তোলাবাজি করে'।
আরও পড়ুন: WB assembly election 2021 : BJP কর্মীদের হাতে 'খুন' TMC বুথ সভাপতি, ফের উত্তপ্ত গোঘাট
তৃণমূল প্রার্থী রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় বলেন, 'নন্দীগ্রামে বিজেপির সভায় সাংসদ সুনীল মণ্ডল আমার বিরুদ্ধে কুৎসা ও বেআইনি কথাবার্তা বলেছেন। এগুলি ফৌজদারি আইনের আওতায় পড়ে। নির্বাচনী বিধির পরিপন্থী হওয়ায় ভিডিও ক্লিপিং-সহ কমিশনে অভিযোগ দায়ের করেছি। মানহানির মামলার নোটিসও পাঠাব'। প্রথমে বিষয়টি এড়িয়ে যেতে চেয়েছিলেন, তবে কমিশনের অভিযোগ দায়ের খবরে কার্যত ফুঁসে ওঠেন সুনীল মণ্ডলও। বলেন, 'ও তো গুন্ডা পোষে। পাঁচ লক্ষ কেন কুড়ি লক্ষ টাকা তোলা তোলে। খাস জমি বিক্রি করে। কমিশনে জবাবদিহি করব'। তাঁর হুঁশিয়ারি, 'মানহানির মামলা করুক, যা পারে করুক, আর তো বারোদিন'।