নিজস্ব প্রতিবেদন: আগামী ২৯ এপ্রিল রাজ্যে শেষ দফার ভোট। রাজ্যের ৪ জেলার মোট ৩৫ আসনে এদিন ভোটগ্রহণ। এদিনই ভোট নেওয়া হচ্ছে শীলকুচির ১২৬ নম্বর বুথেও।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

অন্যান্য দফাগুলির মতো এই দফাতেও কড়া কমিশন। শেষ এই দফায় মোতায়েন করা হচ্ছে মোট ৭৫৩ কোম্পানি কেনদ্রীয় বাহিনী। এর মধ্যে বুথে মোতায়েন করা হবে ৬৪১ কোম্পানি বাহিনী। শুধুমাত্র বীরভূমেই মোতায়নে করা হচ্ছে ২২৪ কোম্পানি বাহিনী(Central Force)।


আরও পড়ুন-শরীর ভালো যাচ্ছে না, CBI এর কাছে ২ সপ্তাহ সময় চাইলেন Anubrata


কোন জেলায় থাকছে কত বাহিনী


বীরভূম - ২২৪ কোম্পানি।
মালদহ - ১১০ কোম্পানি।
মুর্শিদাবাদ - ২১২ কোম্পানি।
কলকাতা- ৯৫ কোম্পানি।


কোন জেলার কত আসনে ভোটগ্রহণ


অষ্টম ও শেষ এই দফায় ভোট নেওয়া হবে মালদহের ৬ আসন, মুর্শীদাবাদের ১১, কলকাতার ৭ আসন ও বীরভূমের ১১ আসনে। এই দফায় বড়সড় চমক হল, বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে(Anubrata Mandal) নজরবন্দি করেই ভোট হবে বীরভূমের ১১ আসনে।


কোন কোন আসনে ভোট


বীরভূমের দুবরাজপুর, সিউড়ি, বোলপুর, নানুর, লাভপুর, সাঁইথিয়া, ময়ূরেশ্বর, রামপুরহাট, হাসন, নলহাটি, মুরারই।


মুর্শিদাবাদের খড়গ্রাম, বড়ঞাঁ, কান্দি, ভরতপুর, রেজিনগর, বেলডাঙা, বহরমপুর, হরিহরপাড়া, নওদা, ডোমকল ও জলঙ্গি।


মালদহের মানিকচক, মালদা, ইংলিশ বাজার, মোথাবাড়ি, সুজাপুর ও  বৈষ্ণবনগর।


কলকাতার চৌরঙ্গি, এন্টালি, বেলেঘাটা, জোড়াসাঁকো, শ্যামপুকুর, মানিকতলা ও  কাশীপুর-বেলগাছিয়া।


আরও পড়ুন-Covid-র ভয়ঙ্কর সংক্রমণ ঠেকাতে ফের কি দেশজুড়ে Lockdown? কী বলছেন বিশেষজ্ঞরা  


অষ্টম দফায় মোট বুথ থাকবে ১১৮৬০ টি।


বীরভূম - ৩৯০৮।
মালদা - ২০৭৩।
মুর্শিদাবাদ - ৩৭৯৬।
কলকাতা উত্তর - ২০৮৩।


মোট ১০৭১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর মধ্যে ৭৫৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এই শেষ দফা নির্বাচনে ব্যবহার করা হবে।  বাকি ৩১৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী কে ছেড়ে দেওয়া হয়েছে।