নিজস্ব প্রতিবেদন: রবিবার বর্ধমানের রাজনৈতিক সংঘর্ষের ঘটনার ৩৪ জনকে গ্রেফতার করল পুলিস। গতকাল দুপুর থেকে একের পর এক বিজেপি তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত হয়ে বর্ধমান শহর। প্রথমে ঝামেলা বাধে শহরের লক্ষ্মীপুর মাঠ এলাকায়। যুযুধান দু-পক্ষ তৃণমূল ও বিজেপির মধ্যে সংঘর্ষ বাঁধে। বর্ধমান থানার পুলিস গিয়ে পরিস্থিতির সামাল দেয়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


আরও পড়ুন:  Covid 19: রাজ্যের সব স্কুল বন্ধ থাকবে, আসতে হবে না শিক্ষকদেরও, ঘোষণা রাজ্য সরকারের


এরপর ফের ঝামেলা শুরু হয় শহরের কাঞ্চনগর রথতলায়। তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে হামলার অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। পাশাপাশি তিনটি বাইকে আগুন ধরিয়ে দেওয়া হয়  বলেও অভিযোগ। ভাঙচুর চালানো হয় একটি ক্লাব ঘরেও। বিজেপি কর্মী শ্যামল রায়ের বাড়িতে হামলা ও  লুটপাটের অভিযোগ ওঠে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। 


গতকাল আগুন নেভাতে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে আসে। ঘটনায় জড়িত সন্দেহে তৃণমূলের শ্রমিক সংগঠনের সভাপতি ইফতিকার আহম্মদ সহ বেশ কয়েকজনকে আটকও করা হয় । রাতভোর পুলিসি টহলদারি চলছে এলাকায়। এরপর এই ঘটনায় পুলিস আজ দু-দলের ৩৪ জনকে গ্রেফতার করে। সোমবার ধৃতদের বর্ধমান আদালতে তোলা হয়।