নিজস্ব প্রতিবেদন: রাজ্যের সপ্তম দফার নির্বাচনে বড়সড় কোনও গন্ডগোল হয়নি। তবে অভিযোগ জমা পড়েছে ১১৪৬টি। বিকেল পাঁচটা পর্যন্ত ভোট পড়ল ৭৫.০৬ শতাংশ। এমনটাই জানালেন রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক আরিজ আফতাব।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- প্রবল শ্বাসকষ্ট থেকে মুক্তি নেই! বেলেঘাটা আইডি-তে আত্মহত্যা করোনা রোগীর


রাজ্যে ভোট গণনা নিয়ে আরিজ আফতাব(Ariz Aftab) বলেন, কোভিড প্রটোকল মেনেই গণনার ব্যবস্থা করা হয়েছে। গণনাকেন্দ্রে(Counting Centre) মাস্ক, স্যানিটাইজার বাধ্যতামূলক। টেবিল সংখ্যা থাকবে ৭টি। গণনা কেন্দ্রের সংখ্যা দ্বিগুন করা হয়েছে। এবার মোট ৭০৫টি কেন্দ্রে ভোট গণনা করা হবে। 


এদিকে, রাজ্যের এডিজি আইও জানিয়েছেন, সপ্তম দফায় আইন ভঙ্গের জন্য মোট ৭৪২ জনকে গ্রেফতার করা হয়েছে। বিভিন্ন জায়গায় এরা ১৪৪ ধারা ভঙ্গ করেছিলেন। কোনও বোমা ফাটার ঘটনা  ঘটেনি। তবে ৫৭টি বোমা উদ্ধার করা হয়েছে।


আরও পড়ুন-'একদম যাবি না', গরু পাচারকাণ্ডে CBI-র তলবে Anubrata-কে নির্দেশ Mamata-র


অন্যদিকে, নির্বাচন কমিশনের পরিসংখ্যান অনুযায়ী, বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত  দক্ষিণ দিনাজপুরে ভোট পড়েছে ৮০.২১ শতাংশ, মালদহে ৭৮.৭৬ শতাংশ, মুর্শিদাবাদে ৮০.৩০ শতাংশ, কলকাতা দক্ষিণে ৫৯.৯১ শতাংশ, পশ্চিম বর্ধমানে ৭০.৩৪ শতাংশ।