নিজস্ব প্রতিবেদন: 'রথ দেখতে গিয়ে কলা বেচে' কমিশনের কোপে সিআরপিএফের আইজি। বীরভূমে (Birbhum) ভোটের দায়িত্ব পড়েছে। কর্তব্য পালনের ফাঁকে তারাপীঠে সদলবদলে গিয়ে পুজো দিলেন তিনি। ঘটনায় রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন (Election Commission)।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বীরভূমের (Birbhum) ১১টি আসনে চলছে ভোটগ্রহণ। এই ধরনের স্পর্শকাতর জেলায় নিরাপত্তার দায়িত্বে থাকা সিআরপিএফের আইজি এসকে মোহান্তির বিরুদ্ধে উঠল কর্তব্যে গাফিলতির অভিযোগ। উর্দি পরিহিত অবস্থায় তারাপীঠে রীতিমতো ডালা নিয়ে পুজো দিলেন এসকে মোহান্তি। তাঁর সঙ্গে ছিলেন বাহিনীর জওয়ানরাও।            


কর্তব্যরত অবস্থায় সিআরপিএফের অফিসার পুজো দিচ্ছেন, এই ঘটনায় স্বাভাবিক প্রশ্ন উঠছে। সংবাদমাধ্যমে সম্প্রচারিত হওয়ার পর এই ঘটনায় রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটের দিন কীভাবে সময় কাটাতে পারেন তারাপীঠ মন্দিরে, তার ব্যাখ্যা চাওয়া হয়েছে।     


আরও পড়ুন- 'ভুলবশত', অষ্টম দফার আগে 'ইস্তফা দিন মোদী' মুছে সাফাই Facebook-র