নিজস্ব প্রতিবেদন: সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে রাজ্যে ফের ক্ষমতায় এলেও পূর্ব মেদিনীপুরের ফল নিয়ে সন্তুষ্ট নয় তৃণমূল নেতৃত্ব।  জেলার ১৬ আসনের মধ্যে ঘাসফুল শিবিরের দখলে এসেছে মাত্র ৯ আসন। বাকী আসনগুলি দখল করেছে বিজেপি। এরকম এক পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল জেলা তৃণমূল নেতৃত্ব।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-করোনা আক্রান্তের চিকিৎসায় ২ লক্ষ টাকা নগদে, নতুন নির্দেশিকা আয়কর দফতরের


শুক্রবার দলীয় বৈঠকে ২ শীর্ষ নেতাকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নিল পূর্ব মেদিনীপুরে জেলা তৃণমূল নেতৃত্ব। এদিন বিকেলে বিকেলে জেলা তৃণমূল সভাপতি সৌমেন কুমার মহাপাত্র দলের কোর কমিটির বৈঠক ডাকেন। সেই বৈঠকে দল থেকে খেজুরির(Khejuri) প্রাক্তন বিধায়ক রনজিৎ মন্ডল ও জেলা পরিষদের মৎস্য কর্মধক্ষ আনন্দময় অধিকারীকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নেওয়া হয়। মূলত ৭টি বিধানসভা কেন্দ্রে নিজেদের ব্যর্থতার পর শুদ্ধিকরণে নামল জেলা তৃণমূল নেতৃত্ব।


আরও পড়ুন-'করোনার তৃতীয় ঢেউ নাও আসতে পারে দেশে', ব্যাখ্যা দিলেন কেন্দ্রের শীর্ষ বিজ্ঞান উপদেষ্টা


এবার বিধানসভা নির্বাচনে বিরোধীদের দখলে গিয়েছে তমলুক, হলদিয়া(Haldia) এবং পূর্ব পাঁশকুড়া বিধানসভা কেন্দ্র। তাই দলকে নতুনভাবে ঢেলে সাজাতে উদ্যোগ নিল দল। হাতছাড়া হওয়া ৭ বিধানসভা কেন্দ্রের বেশকিছু তৃণমূল নেতা গোপনে বিজেপির হয়ে কাজ করছেন বলে জল্পনা রয়েছে তৃণমূল শিবিরে। তাই তাদের মূলত শনাক্ত করে দল থেকে বের করে দেওয়ার কাজে নেমেছেন জেলা সভাপতি সৌমেনবাবু।