জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: হাড়োয়া উপনির্বাচনে রেকর্ড তৃণমূলের। হাজি নুরুলকে 'হারিয়ে' হাড়োয়ায় রেকর্ড তৃণমূলের রবিউলের! ১ লাখ ৩১ হাজারেরও বেশি ভোটে হাড়োয়া উপনির্বাচনে জয়ী তৃণমূল প্রার্থী রবিউল ইসলাম। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

হাড়োয়ায় উপনির্বাচনে চতুর্দ্দশ  তথা শেষ রাউন্ডের গণনার পর দেখা যায়, তৃণমূলের রবিউল ইসলামের প্রাপ্ত ভোট ১ লাখ ৫৭ হাজার ৭২। ওদিকে বাম সমর্থিত আই এস এফ প্রার্থী পিয়ারুল ইসলাম গাজি পেয়েছেন ২৫ হাজার ৬৮৪ ভোট। বিজেপির বিমল দাসের ঝুলিতে মাত্র ১৩ হাজার ৫৭০ ভোট। আর কংগ্রেস পেয়েছে ৩ হাজার ৭৬৫ ভোট। মোট ১ লাখ ৩১ হাজার ৩৮৮ ভোটে জয়ী তৃণমূল প্রার্থী রবিউল ইসলাম। যা এককথায় রেকর্ড! জয়ের মার্জিনের নিরিখে হাজি নুরুল ইসলামকেও অনেক পিছনে ফেলে দিলেন রবিউল ইসলাম। 


প্রসঙ্গত, ২০২১ বিধাসভা নির্বাচনে হাড়োয়া কেন্দ্রে জয়ী হয়েছিলেন তৃণমূলের হাজি নুরুল ইসলাম। তিনি ১ লাখ ৩০ হাজার ৩৯৮ ভোট পেয়েছিলেন। আর বাম সমর্থিত আইএসএফ প্রার্থী কুতুবউদ্দিন ফতেহ পান ৪৯ হাজার ৪২০ ভোট। অর্থাত্‍ হাজি নুরুল ইসলাম জেতেন ৮০ হাজার ৯৭৮ ভোটে। যাকে অনেক পিছনে ফেলে রবিউল ইসলাম এবার জয়ের মার্জিন ১ লাখ ৩০ হাজারেও বেশি বাড়িয়েছেন। উল্লেখ্য, হাজি নুরুল ইসলাম ২০২৪ লোকসভা ভোটে বসিরহাট কেন্দ্র থেকে দাঁড়ান ও ভোটে জিতে সাংসদ হন। ফলে তাঁকে বিধায়ক পদ থেকে ইস্তফা দিতে হয়। যারফলেই হাড়োয়া বিধানসভা কেন্দ্রে শূন্যস্থান তৈরি হয়। উপনির্বাচন জরুরি হয়ে পড়ে। যদিও মাসখানেক আগেই প্রয়াত হয়েছেন হাজি নুরুল ইসলাম। 


ওদিকে ব্যারাকপুর শিল্পাঞ্চল থেকে ক্রমশ ফিকে হচ্ছে অর্জুনের রাশ। এদিন ৬ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে প্রথম জয় আসে নৈহাটিতে। নৈহাটি আসন দখলে রাখে তৃণমূল। নৈহাটিতে জয়ী হন তৃণমূল কংগ্রেস প্রার্থী সনৎ দে। দশম রাউন্ডের গণনা শেষে দেখা যায় নৈহাটি বিধানসভা কেন্দ্রে ৪৮,৮৮৩ ভোটে জয়ী সনত্‍ দে। প্রসঙ্গত, ২০২১ বিধানসভা নির্বাচনে নৈহাটি থেকে জিতে রাজ্যের মন্ত্রী হন পার্থ ভৌমিক। কিন্তু ২০২৪ লোকসভা ভোটে ব্যারাকপুর আসন থেকে জিতে সাংসদ হয়ে যান পার্থ ভৌমিক। যার ফলে নৈহাটিতে উপনির্বাচন জরুরি হয়ে যায়।


এদিন জয়ের পর প্রাক্তন মন্ত্রী তথা ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় যে কল্যাণকর কাজ করেছেন, তারই সুফল ভোটবাক্সে পড়েছে। বিজেপি ও সিপিএম অনেক অপপ্রচার করলেও, মানুষ মুখ্যমন্ত্রীর পক্ষে রয়েছে। উপনির্বাচনের ফলাফল তা ফের প্রমাণ করল।‌ 


আরও পড়ুন, Dilip Ghosh: ‘‌অভিষেক রাহুল গান্ধীর থেকে ভালো নেতা’, বিজেপিতে মোহভঙ্গ তৃণমূলের পথে দিলীপ?



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)