নিজস্ব প্রতিবেদন: টানা বৃষ্টির জেরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বন্যা পরিস্থিতির (Flood Situation) সৃষ্টি হয়েছে। এবার বন্যা কবলিত এলাকা পরিদর্শনে যাবেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় (Mamata Banerjee)। শনিবার আকাশপথে বন্যা পরিস্থিতি খতিয়ে দেখবেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, পুরুলিয়া, বাকুঁড়া, হাওড়া ও হুগলির বিভিন্ন এলাকা হেলিকপ্টারে পরিদর্শন করবেন মুখ্যমন্ত্রী। ঘুরে দেখবেন পশ্চিম বর্ধমানের আসানসোলের বিভিন্ন বন্য়া কবলিত এলাকাও।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এদিকে কাল আকাশপথে বন্যা পরিস্থিতি পরিদর্শনের আগে ডিভিসিকে তোপ দাগলেন মমতা। জল ছাড়ার আগে রাজ্যকে জানানো হয়নি বলে সরাসরি অভিযোগ করেছেন তিনি। বলেন, 'ঝাড়খন্ড, বিহারে বন্যা হলে আমাদের সামাল দিতে হচ্ছে।' ডিভিসি, পাঞ্চেৎ, মাইথন তেনুঘাটে বাঁধ কর্তৃপক্ষ ড্রেজিং করেনি বলে অভিযোগ করেন মমতা। দক্ষিণবঙ্গে বন্যা পরিস্থিতি 'ম্যান মেড' বলেও উল্লেখ করেন মুখ্যমন্ত্রী।'


আরও পড়ুন: BJP: জল্পনার অবসান, দল ছাড়লেন বিজেপি বিধায়ক কৃষ্ণকল্যাণী, এবার কি তৃণমূলে?


মুখ্যমন্ত্রীর অভিযোগে পাল্টা মন্তব্য করেছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বলেন, জল ছাড়ার অনেক আগেই মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে জানানো হয়েছিল। মমতা বন্দোপাধ্যায় কোনও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেননি।


 আরও পড়ুন: Weather Today: প্রবল বর্ষণের সতর্কতা রাজ্যে, ভারী বৃষ্টিতে ভাসবে উত্তরবঙ্গ, ছিটেফোঁটা দক্ষিণে


নিম্নচাপের জেরে টানা বৃষ্টিতে জেলায় জেলায় বাড়ছে জলযন্ত্রণা। এর মধ্য়েই জল ছাড়ার পরিমাণ বাড়িয়েছে ডিভিসি। জল বেড়েছে দামোদর, অজয় নদে। জল ঢুকে পশ্চিম বর্ধমানের দুর্গাপুর, পান্ডবেশ্বর, অন্ডাল, ইলামবাজার, মেজিয়া ও পুরুলিয়ার বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। জলের তলায় রয়েছে খানাকুল, আরামবাগের বিস্তীর্ণ এলাকা। জল বেড়েছে শিলাবতী, দ্বারকেশ্বর, রুপনারায়নেও। পশ্চিম মেদিনীপুরে ঘাটাল, দাসপুর, চন্দ্রকোনাসহ বিভিন্ন এলাকা এখনও জলমগ্ন হয়ে রয়েছে। 


হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমলেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)