Weather Update: বানভাসি দক্ষিণের বহু এলাকা, এবার উত্তরবঙ্গে টানা বৃষ্টির পূর্বাভাস
ঘুর্ণাবর্ত সামান্য সরে যাওয়ার জন্য বৃষ্টির পরিমাণ কমছে দক্ষিণবঙ্গে।
নিজস্ব প্রতিবেদন: বানভাসি দক্ষিণবঙ্গের বহু এলাকা (West Bengal Flood Situation)। এবার উত্তরবঙ্গেও বৃষ্টিপাতের আশঙ্কা। আগামী ৫ দিনে উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা,মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাস আবহাওয়া দফতর।
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৮ অগাস্ট পর্যন্ত হালকা বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের (North Bengal Rains)। বৃষ্টি বাড়বে ৯ তারিখ থেকে। ১০ অগাস্ট উত্তরের ৫ জেলায়- দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা।
ঘুর্ণাবর্ত সামান্য সরে যাওয়ার জন্য বৃষ্টির পরিমাণ কমছে দক্ষিণবঙ্গে। আগামী 48 ঘন্টা দক্ষিণবঙ্গের শুধু উপকূলের জেলা দুই ২৪ পরগনার দু-এক জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। বাকি অংশে বিক্ষিপ্ত হালকা ও মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ও সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে।
আরও পড়ুন- BJP-র বিরুদ্ধে লড়াইয়ে তৃণমূলকে সঙ্গে নিতে হবে, স্পষ্ট করে দিলেন Surjya Kanta