নিজস্ব প্রতিবেদন: শুক্রবার অর্থাত্ ৭ অগাস্ট রাজ্যে জয়েন্ট এন্ট্রান্স ইঞ্জিনিয়ারিংয়ের ফল প্রকাশ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। দুপুর ১টা নাগাদ ফলপ্রকাশ করা হলেও পরীক্ষার্থীরা তা দেখতে পাবেন দুপুর আড়াইটে থেকে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-রুশ করোনা টিকার প্রয়োগে করবে না ব্রিটেন, আমেরিকাতে সম্ভাবনা কম চিনা প্রতিষেধকের!


যেসব সাইটে ফলাফল জানা যাবে সেগুলি হল www.wbjeeb.nic.in এবং www.wbjeeb.in। ফলাফল ও rank জানার পর ছাত্রছাত্রীরা তাদের rank কার্ড ডাউনলোডও করে নিতে পারবেন।


উল্লেখ্য, এবছর ২ ফেব্রুয়ারি ইঞ্জিনিয়ারিংয়ের প্রবেশিকা পরীক্ষা নেয় রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। লকডাউনের জেরে ফলপ্রকাশ থমকে ছিল এতদিন। সবেমিলিয়ে ৬ মাসের মাথায় ফলপ্রকাশ করল বোর্ড। সূত্রের খবর, এবার কাউন্সেলিংও হবে অনলাইনে।


আরও পড়ুন-সব আলো অযোধ্যাতেই, রাম মন্দিরের শিলান্যাসের দিনও উপেক্ষিত কবি কৃত্তিবাস


এবছর ইঞ্জিনিয়ারিংয়ের প্রবেশিকায় বসেছিলেন ৮৮,৮০০ পরীক্ষার্থী। গত বছর রাজ্যে ইঞ্জিনিয়ারিংয়ে বহু আসন খালি পড়েছিল। এবার ফলাফলের সঙ্গে rank কার্ড দিয়ে দেওয়ার পরিকল্পনা হওয়ায় অনেক আসন ভরবে বলে মনে করা হচ্ছে।