WBJEE Result 2024: বাংলা বোর্ডও পারে! জয়েন্টে প্রথম বাঁকুড়ার কিংশুক পাত্র...
West Bengal Joint Entrance Results 2024: পশ্চিমবঙ্গের উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের ক্ষেত্রে পাশের হার হল ৯৯.৬ শতাংশ। সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের (সিবিএসই) ক্ষেত্রে পাশের হার ৯৯.৬ শতাংশ। কাউন্সিল অফ ইন্ডিয়ান সার্টিফিকেট এগজামিনেশনের (CISCE) ক্ষেত্রে পাশের হার হল ৯৯.৪ শতাংশ।
জি ২৪ ঘণ্ট ডিজিটাল ব্যুরো: প্রকাশিত রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলাফল। বৃহস্পতিবার বেলা আড়াইটে নাগাদ পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স এগজামিনেশন বোর্ডের তরফে সাংবাদিক বৈঠক করে ফলাফল জানানো হয়। বিকেল চারটে থেকে অনলাইনে রেজাল্ট দেখতে পারবেন প্রার্থীরা। জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে এই ফলাফল দেখতে পাবেন। ওয়েবসাইট দু'টি হল- www.wbjeeb.nic.in ও www.wbjeeb.in
আরও পড়ুন, Canning: কেউটের ছোবলে মৃত্যু দু'বছরের শিশুর! তবু ওঝাতেই আস্থা?
প্রথম বাঁকুড়া জেলা স্কুলের কিংশুক পাত্র। দ্বিতীয় হয়েছে কল্যাণীর শুভ্রদীপ পাল। তৃতীয় হয়েছেন বিবস্বান বিশ্বাস। নদিয়ার বিবস্বান আইএসসিই বোর্ডের পড়ুয়া। চতুর্থ স্থানে আছে শিলিগুড়ির ইরাদ্রি বসু খণ্ড। পঞ্চম স্থানে সাউথ পয়েন্টের ময়ূখ চৌধুরি। ষষ্ঠ স্থানে হুগলির ঋতম ব্যানার্জি। মেধাতালিকায় প্রথম দশের মধ্যে চার জন রয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের। প্রসঙ্গত, প্রথম ও দ্বিতীয় স্থানাধিকারী উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের পড়ুয়া।
রাজ্য জয়েন্টে পঞ্চম হয়েছেন নরেন্দ্রপুরের ময়ূখ চৌধুরী। ষষ্ঠ স্থানে আছেন হুগলির ঋতম বন্দ্যোপাধ্যায়। সপ্তম স্থানে আছেন আলিপুরদুয়ারের অভীক দাস। রাজ্য জয়েন্টে অষ্টম হয়েছেন কাঁকুড়গাছির অথর্ব সিঙ্ঘানিয়া। এই বছর রাজ্য জয়েন্টে ১ লাখ ৪২ হাজার ৬৯৪ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছেন ১ লাখ ১২ হাজার ৯৬৩ জন। কীভাবে র্যাঙ্ক দেখবেন: প্রথমে wbjeeb.nic.in-তে গিয়ে WBJEE result 2024 ট্যাবে ক্লিক করতে হবে। পরীক্ষার্থীদের সঠিক তথ্য দিয়ে লগ ইন করতে হবে। সাবমিট বাটন ক্লিক করতে হবে। এরপর দেখতে পারেন আপনার জয়েন্টের ফলাফল।
প্রসঙ্গত, পশ্চিমবঙ্গের উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের ক্ষেত্রে পাশের হার হল ৯৯.৬ শতাংশ। সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের (CBSE) ক্ষেত্রে পাশের হার ৯৯.৬ শতাংশ। কাউন্সিল অফ ইন্ডিয়ান সার্টিফিকেট এগজামিনেশনের (CISCE) ক্ষেত্রে পাশের হার হল ৯৯.৪ শতাংশ। অন্যান্য বোর্ডের পাশের হার ৯৯.১ শতাংশ।সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকায় (NEET-UG) মোট ৬৭ জন এক নম্বর স্থান অধিকার করেছেন। আর তাঁদের মধ্যে তিনজন আবার পশ্চিমবঙ্গের প্রার্থী। এরমধ্যে মুর্শিদাবাদের ছেলে রূপায়ণ মণ্ডল নিট পরীক্ষায় পেয়েছেন ৭২০ নম্বর। নিট পরীক্ষায় মুর্শিদাবাদের ফরাক্কার মেয়ে সুমাইয়া সিদ্দিকাও ভাল ফল করেছেন। তাঁর প্রাপ্ত নম্বর ৬৭০।
আরও পড়ুন, Dilip Ghosh: 'পশ্চিমবঙ্গে সংগঠন শুয়ে পড়েছে, কর্মীরা বেরোননি।' দল নিয়ে ফের বিস্ফোরক দিলীপ...
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)