নিজস্ব প্রতিবেদন: অস্থায়ী পরিবহণ কর্মীদের ধর্মঘটের জেরে সরকারি বাস পরিষেবায় বিপত্তি। সকাল থেকেই শহরে সরকারি বাস কম চলছে। স্থায়ীকরণ, সরকারি পে স্কেল, ভাতা সহ সাতদফা দাবিতে আজ থেকে ধর্মঘটে নেমেছে রাজ্য পরিবহণ নিগমের প্রায় ১৬০০ কর্মী। যার প্রভাব পড়েছে পরিষেবায়। প্রায় ত৫ শতাংশ বাস কম চলছে বলে খবর।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: BSF-এর নয়া নির্দেশিকায় পেট্রাপোল-বেনাপোলে স্তব্ধ সীমান্ত বাণিজ্য, সার দিয়ে দাঁড়িয়ে ট্রাক


২০১৬ সরকারি পরিবহণের ছয়টি নিগমকে মিলিয়ে WBTC করা হয়। ২০১৭ বিজ্ঞপ্তি জারি করে অস্থায়ী কর্মী নিয়োগ করতে শুরু করে WBTC। চালক, কন্ডাক্টর, ডিপো স্টাফ মিলিয়ে প্রায় ১৬০০ কর্মী নিয়োগ করা হয়। সূত্রের খবর, প্রত্যেকেই আজ  ধর্মঘটে সামিল হয়েছেন। WBTC-র মোট ১১ টি ডিপো আছে। বাসের সংখ্যা ৭৮২। রুট আছে দিনে ৪৯টি। রাতে ৯টি বাস চলে। ধর্মঘটের কারণে এই সার্বিক পরিষেবায় আজ বড়সড় প্রভাব পড়তে চলেছে। ধর্মঘটের জেরে শুক্রবার সকাল থেকেই দুর্ভোগে পড়েছেন অফিসযাত্রীরা।