নিজস্ব প্রতিবেদন: পুজোর মধ্যে সুখবর শোনাল মৌসম ভবন। আগামী ৭ দিন পরিষ্কার থাকবে আকাশ। ঘূর্ণিঝড় কিংবা বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। কিন্তু  ২১ তারিখের পর ফের বঙ্গোপ্সাগরে নিম্নচাপ বা ঘূর্ণিঝড় তৈরি হতে পারে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

পুজোর আগেই যেভাবে তিতলি খেলা দেখিয়েছিল, তাতে অনেকেরই মনে আশঙ্কা ছিল পুজোয় বৃষ্টি হবে নাকি? কিন্তু মৌসম ভবন আগেই পূর্বাভাস দিয়েছিল, চতুর্থীর বিকাল থেকেই আকাশ পরিষ্কার হয়ে যাবে।  সেইমতোই চতুর্থীর বেলার পর থেকেই আকাশে মেঘ সরতে শুরু করে।


ষষ্ঠী থেকেই ঝলমলে আকাশ। পুজোর এই পাঁচ দিন বৃষ্টি হবে না বলেই জানিয়ে দিয়েছে মৌসম ভবন। ২১ তারিখ অর্থাত্ দ্বাদশীতে ফের বঙ্গোপসাগরে  নিম্নচাপ তৈরি হতে পার।  যার জেরে হতে পারে ঘূর্ণিঝড়।  তবে পুজো এক’টা দিন ভালোই কাটবে।