নিজস্ব প্রতিবেদন: বজ্রগর্ভ মেঘ সঞ্চারে রবিবার বিকেলে দক্ষিণবঙ্গজুড়ে ব্যাপক ঝড়বৃষ্টির সম্ভাবনা। সাম্প্রতিক উপগ্রহ চিত্র বলছে তুমুল বর্ষণ হতে পারে রাঢ়বঙ্গের একাংশে। বর্ষণ হতে পারে গাঙ্গেয় উপত্যকায়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

গত কয়েকদিনের চাঁদিফাটা রদ্দুরে ত্রাহি রব উঠেছে চারিদিকে। বিশেষ করে শহর কলকাতায় তাপমাত্রার পারদ সহনসীমা ছাড়িয়েছে বলে দাবি অনেকেরই। এর মধ্যেই এল খুশির খবর। রেডারের ছবি বলছে, রবিবার বিকেলে বৃষ্টি হতে পারে পুরুলিয়া বাঁকুড়ার বিস্তীর্ণ অংশে। বৃষ্টি হতে পারে দুই বর্ধমান হুগলি, হাওড়া, কলকাতা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম ও  দুই ২৪ পরগনায়। তবে পুরুলিয়া ও বাঁকুড়ায় বৃষ্টিপাতের সম্ভাবনা সব থেকে বেশি। 



এবার মুছে ফেলা যাবে জি মেল-এ পাঠানো ই-মেল, জেনে নিন কী ভাবে


একটু দেরিতে হলেও মৌসুমি বায়ু এগোচ্ছে নিয়ম মেনেই। চলতি সপ্তাহেই সেখবর জানিয়েছে হাওয়া অফিস। নিয়ম অনুসারে ৭ জুন দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করার কথা। তার আগেই শুরু হবে প্রাক্ বর্ষার বৃষ্টি। ততদিন ভরসা বজ্রগর্ভ মেঘ।