অয়ন ঘোষাল: তুষারপাতের সম্ভাবনা দার্জিলিংয়ে। হালকা বৃষ্টি দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে। শনিবার উঁচু পার্বত্য এলাকায় হতে পারে হালকা তুষারপাত। জাঁকিয়ে শীত উধাও বছরের শেষে। ওই কেন্দ্রে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণবঙ্গের তিন জেলায়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

গভীর নিম্নচাপ এখনও সুস্পষ্ট নিম্নচাপ রূপেই অবস্থান। আছে শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত হবে। খুব ধীরে এটি শক্তি হারাবে এবং অভিমুখ থাকবে উত্তর-পশ্চিম দিক। সুস্পষ্ট নিম্নচাপ রূপে সিস্টেমটি এটি অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ু উপকূলের কাছাকাছি রয়েছে। দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে আপাতত অবস্থান।


নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা উত্তর-পশ্চিম ভারতে। গতকাল একটি পশ্চিমবঙ্গ রাজ্যে ঢুকেছে। আজ শুক্রবার ২৭ ডিসেম্বর উত্তর-পশ্চিম ভারতে ঢুকবে আরো একটি ঝঞ্ঝা। জেডস্ট্রীম উইন্ড রয়েছে উত্তর পশ্চিম ভারতে। ঘূর্ণাবর্ত রয়েছে পূর্ব বাংলাদেশ ও সংলগ্ন এলাকায়। হরিয়ানা এবং মধ্যপ্রদেশ এলাকায় রয়েছে আরও দুটি ঘূর্ণাবর্ত।


দক্ষিণবঙ্গে


বছরের শেষ উইকেন্ডে বৃষ্টির পূর্বাভাস। হালকা বৃষ্টি হবে শনিবার দক্ষিণবঙ্গের তিন জেলাতে। প্রভাব পড়তে পারবে আশেপাশের দুই একটি জেলাতেও। হালকা বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে পশ্চিম বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদ জেলাতে।


বর্ষ শেষের আগে আবার হাওয়া বদল। আপাতত দুই দিন স্বাভাবিকের ওপরে তাপমাত্রা। উইকেন্ডে ফের সামান্য বাড়বে তাপমাত্রা। রবিবারের পর নামবে পারদ। তাপমাত্রা কমলেও জাঁকিয়ে শীতের পরিস্থিতি এ বছরে নেই। জানিয়ে দিল হাওয়া অফিস। তবে বর্ষশেষ ও বর্ষবরণে ফিরবে শীতের আমেজ। জানুয়ারির প্রথম সপ্তাহের মাঝামাঝি জাঁকিয়ে শীতের সম্ভবনা।
চার জেলায় মাঝারি কুয়াশার সম্ভাবনা। কুয়াশার সম্ভাবনা বেশি পূর্ব-পশ্চিম বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদ জেলাতে।


উত্তরবঙ্গ


উইকেন্ডে তুষারপাতের সম্ভাবনা। দার্জিলিং এর পর্যটকদের কাছে সুখবর আবহাওয়া দপ্তরের। শনিবার দার্জিলিং এর উঁচু পার্বত্য এলাকায় তুষারপাতের সম্ভাবনা। বৃষ্টি হতে পারে শনিবার দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়ি তিন জেলাতে।


উত্তরবঙ্গে কুয়াশার সম্ভাবনা। হালকা থেকে মাঝারি। কুয়াশার সম্ভাবনা বেশি পাঁচ জেলায়। কুয়াশার সম্ভাবনা বেশি দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর এবং মালদা জেলাতে। কুয়াশা থাকবে বাকি জেলাগুলিতেও।


আরও পড়ুন:Ajker Rashifal | Horoscope Today: সুযোগের সদ্ব্যবহার করুন মেষ, আইনি বিষয়ে সাবধান বৃশ্চিক...


কলকাতা


রাতের তাপমাত্রা বেশ কিছুটা কমল। পরশু রাতের তাপমাত্রা স্বাভাবিক এর থেকে ৫ ডিগ্রি বেড়ে গিয়েছিল। গতকাল রাতে তা কমে আপাতত স্বাভাবিকের থেকে আড়াই ডিগ্রি বেশি।সকালে হালকা কুয়াশা ধোঁয়াশা পরে পরিষ্কার আকাশের সম্ভাবনা। আগামী দুদিন সর্বনিম্ন তাপমাত্রা সামান্য বাড়তে পারে। রবিবারের পর থেকে ধাপে ধাপে পারদ পতন।


সোমবার থেকে তাপমাত্রা কিছুটা কমতে পারে। বর্ষ শেষ বা বর্ষবরণে শীতের আমেজ কিছুটা ফিরতে পারে।
কলকাতার তাপমান


রাতের তাপমাত্রা ১৯.২ থেকে কমে ১৬.৫ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৪.৬ থেকে বেড়ে ২৬.৬ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৪৩ থেকে ৯৩ শতাংশ।


ভিনরাজ্যে


ভারী বৃষ্টির সম্ভাবনা অন্ধ্রপ্রদেশ ইয়ানামে। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি উত্তর প্রদেশ মধ্যপ্রদেশ রাজস্থান মধ্য মহারাষ্ট্র মারাঠাওয়াড়া গুজরাটে। ঘন কুয়াশার দাপট রাজধানী দিল্লিতে। পঞ্জাব, হরিয়ানা, চন্ডিগড়েও কুয়াশা। কুয়াশার দাপট উত্তরপ্রদেশ, বিহার, সিকিম, আসাম, মেঘালয় এবং পশ্চিমবঙ্গে। ঘন কুয়াশা আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, ত্রিপুরাতে।


চরম শৈত্য প্রবাহ হিমাচল প্রদেশে। শৈত্য প্রবাহ চলবে পঞ্জাবে।


 



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)