ওয়েব ডেস্ক: বৃষ্টি চলবে। সোমবারও গাঙ্গেয় পশ্চিমবঙ্গে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। উপকূলীয় জেলাগুলির জন্য রয়েছে বিশেষ সতর্কতা। মত্‍স্যজীবীদের মঙ্গলবার পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। এদিকে একটানা বৃষ্টিতে কলকাতার বিভিন্ন জায়গায় জল জমে যায়। নাগাড়ে বৃষ্টি চলছে। বৃষ্টি চলবে। জানাল আলিপুর আবহাওয়া দফতর।গুজরাত থেকে বঙ্গোপসাগর পর্যন্ত নিম্নচাপ অক্ষরেখাটি দক্ষিণবঙ্গের ওপর একইরকম সক্রিয় রয়েছে। সক্রিয় মৌসুমী বায়ুও। দক্ষিণ বাংলাদেশ, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, উত্তর বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। সোমবার তার নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা। তার জেরেই বৃষ্টি। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, সোমবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে।পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়া, বীরভূম ও পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও ভারী বৃষ্টির সম্ভাবনা। একটানা ভারী বৃষ্টিতে ইতিমধ্যেই জল জমতে শুরু করেছে কিছু কিছু জায়গায়।মহাত্মা গান্ধী রোড, CR অ্যাভিনিউ, ডেন্ট মিশন,একবালপুর,পদ্মপুকুর, নিউ আলিপুর, লেক গার্ডেনসের কোথায় গোড়ালি কোথাও হাঁটু জল।সেক্টর ফাইভে প্রায় নৌকা চলার পরিস্থিতি। তবে ছুটির দিন হওয়ায় বেশি মানুষকে ভুগতে হয়নি। প্রতিবারের মতো এবারও কোমরজলে ডুবেছে বেহালার শিলপাড়া।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন খাতা রিভিউয়ের পর ১২ নম্বর বেড়ে একলাফে উচ্চমাধ্যমিকে সপ্তম সায়ন্তনী


কলকাতা পুরসভার মেয়র পারিষদ তারক সিং জানিয়েছেন, নিকাশী ব্যবস্থার সংস্কার চলায় বেহালায় জল নামতে সময় নিচ্ছে। শহরের কয়েকটি এলাকায় জল জমে থাকলেও দ্রুত তা নামানোর চেষ্টা হচ্ছে। শহরের মূল রাস্তাগুলিতে যাতে বেশিক্ষণ জল জমে না থাকে তা নিশ্চিত করাই পুরসভার টার্গেট। তবে গঙ্গায় জোয়ার এলে জল নামতে সময় লাগবে বলেও সতর্ক করে দিয়েছে পুরসভা। জল জমা রুখতে প্রায় যুদ্ধকালীন তত্পরতায় কাজ করছে কলকাতা পুরসভা। চালু রয়েছে ৭৩ টি পাম্পিং স্টেশন। লাগানো হয়েছে সাড়ে চারশোটি পোর্টেবল পাম্প। আরও একশোটি পাম্প তৈরি রাখা হয়েছে। জরুরি ভিত্তিতে নিকাশী চালু রাখার কাজে নিযুক্ত রয়েছেন সাড়ে তিনশো জন পুরকর্মী। টানা বৃষ্টিতে কলকাতা ডোবেনি। এটা অবশ্যই পুরসভার সাফল্য। যদিও আত্মতুষ্টির অবকাশ নেই। সোম ও মঙ্গলবারই আসল পরীক্ষা।


আরও পড়ুন  রোগী সেজে চেম্বারে ঢুকে হাতুড়ে চিকিত্সককে কুপিয়ে খুন!